কিচ্ছু বুঝি না
আমি কোন কবি নই , আমি কোন কবিতার কথা বলতে আসিনি।
আমি আজ বলবো আমার ক্ষুধাতুর ছোট ভাইটির কথা,
ক্ষুধার কষ্টে যে আজ কাঁদতেও ভুলে গেছে।
হে নির্লজ্জ কবি, তোমার কবিতা তার অশ্রু কোনদিন মোছেনি।
আমি কোন রাষ্ট্রনায়ক নই, আমি কোন রাজনীতির কথা বলতে আসিনি।
আমি আজ বলবো আমার অসহায় বাবার কথা,
নিজের সন্তানের লাশ যাকে বহন করে নিতে হয় নিজ কাঁধে।
হে নির্লজ্জ সেবক তোমরা কেউ তার কষ্টটা একবারও বোঝোনি।
আমি কোন সমাজ সংস্কারক নই, আমি কোন মতবাদের কথা বলতে আসিনি।
আমি আজ বলবো আমার সেই চিরদুঃখী বোনটির কথা।
এক টুকরো কাপড়ের অভাবে যে লজ্জায় বেরহতে পারেনা।
হে নির্লজ্জ স্বাপ্নিক তোমরা কেঊ একবার তারদিকে চোখতুলে দেখনি।
আমি কোন ধর্মগুরু নই, আমি কোন ধর্মের কথা বলতে আসিনি
আমি আজ বলবো আমার বৃদ্ধ মায়ের কথা।
তোমাদের ফেলে দেয়া অন্ন যাকে কুকুরের সাথে ভাগ করে খেতে হয়।
হে নির্লজ্জ ধর্মান্ধ, তোমার চোখ কোনদিন তার জন্য জলে ভাসেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।