কেএল এর বাইরে যেসব সুন্দর জায়গা আছে, তারমধ্যে গেনটিং হাইল্যান্ড অন্যতম। সমতল পৃষ্ঠ থেকে প্রায় ৭০০০ ফুট উচুতে অবস্থিত। কেএল থেকে এখানে বাসে করে যেতে এক ঘন্টা লাগে। এরপর শহর থেকে মূল জায়গায় যেতে হয় কেবল কারে। ১৫/২০ মিনিট লাগে।
কেবল কারে যাওয়ার সময় নীচে তাকালে দেখা যায় অনেক নীচে পাহাড় আর গহীন বন-জংগল। তখন একটু ভয়-ভয় লাগে। আর রাতে হলে তো কথায় নেই।
যাহোক মূল জায়গাটি প্রচুর এলাকা নিয়ে ঘেরা। ভিতরে আছে ম্যাগডোনালস, কেএফসি, পিত্তজা এবং অন্যান্য খাবারের দোকান।
এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। তবে বেশিরভাগগুলোতেই চড়তে ভয় লাগে। ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পটও আছে।
এখানে আরো একটি জিনিষ আছে, সেটা হচ্ছে ক্যাসিনো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জুয়া খেলার স্থান এটা।
একবার যদি খেলা আরম্ভ করেন, তো সহজে আপনার খেলা ছেড়ে আসতে মন চাইবে না। প্রতিদিন অসংখ্য মানুষ এখান জুয়া খেলে।
যারা মালয়েশিয়ায় ঘুরতে আসতে চান তাদের কাছে অনুরোধ, সময় করে গেনটিং হাইল্যান্ড ঘুরে আসবেন ভাল লাগবে।
ও হ্যা আর একটা কথা, এত উচুতে অবস্থান হলেও ঠান্ডা তেমন নেই। সুতরাং বেশী মোটা কাপড় নেয়ার দরকার নেই।
চলবে......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।