আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ার গল্প পর্ব-২



মালয়েশিয়াতে দেখার সে সব সুন্দর জায়গা আছে তারমধ্যে পেট্রোনাস টুইন টাওয়ার(সংক্ষেপে কেএলসিসি) ও মিনারা টাওয়ার অন্যতম। কেএলসিসি ৭৯ তলা উচু। তবে টুরিষ্টদের জন্য ৩৮ তলার উপরে ওঠা নিষিদ্ধ। এর উপরে সব অফিস। এর ভিতরে প্রচুর বিভিন্ন আইটেমের দোকান, সপিং সেন্টার, ফাষ্টফুডের দোকান, হোটেল, জিমন্যাসিয়াম, কনভেনশন সেন্টার, বিভিন্ন ব্যাংক এবং আরো অনেককিছু আছে।

কেএলসিসির ভিতরে সিনেপ্লেক্স আছে যেখানে ৭ টি হল আছে। এখানে একই সময়ে ৭টি হলে ৭টি সিনেমা দেখানো হয়। সদ্য মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখানো হয়। এর ভিতরে খুব সুন্দর পার্ক আছে সুইমিং পুলসহ। প্রতিদিন অসংখ্য টুরিষ্ট বিভিন্ন দেশ থেকে এটা দেখতে আসে।

মিনারা টাওয়ার ৫১২ মিটার উচু। নীচ থেকে প্রথমে ৮তলা যেতে হয়। এখানে ফাষ্টফুডের দোকান, সপিং সেন্টার, মসজিদ এবং আরো অনেক কিছু আছে। এখান থেকে টিকিট কেটে আরো প্রায় ৩০ তলা উচুতে অবস্থিত ওয়াচ ফ্লোরে যাওয়া যায়। এখান থেকে পুরা কুয়ালালামপুর দেখা যায় বায়োনোকুলার দিয়ে।

আরো কয়েক তলা উপরে আবাসিক হোটেল এবং একটি রিভলবিং হোটেল আছে যেখানে নীচ থেকে টিকিট কেটে যেতে হয়। চলবে........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.