আমাদের কথা খুঁজে নিন

   

সরেজমিন: বন্যাদূর্গত এলাকা...



আরিচা থেকে ৫/৬ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত একটি গ্রাম। ট্রলারে যেতে সময় লাগে ১ ঘন্টার মত। মানিকগন্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের চর আলোকদিয়া গ্রাম এটি। স্থানীয় ভাষায় যাকে বলে গনি মাতবরের গ্রাম। এই গ্রামের ৫ কিলোমিটার উত্তর পশ্চিমে পাবনা এবং ৪ কিলোমিটার পশ্চিমে রাজবাড়ী জেলা।

গ্রামে মোট পরিবারের সংখ্যা- ৮৫ টি। লোকসংখ্যা প্রায়- ৫০০। পুরো গ্রামে মাত্র ২ টি টিউবওয়েল আছে। কোনো পাকা লেট্রিন নেই। স্কুল নেই, বিদ্যুত নেই, বাজার নেই।

২/৩ টি মুদি দোকান আছে। খাবারের অভাবের পাশাপাশি এদের সমস্যা ৩ টি : ১. বিশুদ্ধ খাবার পানি ২. পাকা লেট্রিন ৩. ছেলেমেয়েদের পড়াশুনা বন্যার পর মাত্র একবার এরা ত্রাণ পেয়েছিলো, ৪/৫ কেজি করে চাল। গতকাল গিয়েছিলাম উল্লেখিত গ্রামটিতে। কথা হয়েছে- জালাল মাতবর, হেমেক শেখ, বাদল, আজিজ ফকির, সাজ্জাদ, আরিফসহ অনেকের সাথে। আসার পথে মনটা ভীষন খারাপ ছিলো।

সারা রাস্তায় শুধু ভেবেছি- এভাবেও মানুষ বাঁচে ? হে ঈশ্বর ! এদের তুলনায় আমরা কত সুখে আছি ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.