আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল কালচারের সাত-কাহন

হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...

১. দেশ জুড়ে আজ এক নতুন ফিভার, মোবাইল ক্রেজ- আছে মোবাইল লাভার, মোবাইল প্রেম আর মোবাইল ফ্রেন্ড -এসব এখন তাই এ যুগের ট্রেন্ড।। ২. দেখুন না দাদা, ঐ সামনে তাকিয়ে- বলছে কথা কেমন শরীর বাঁকিয়ে, রেলিং গ'লে বুঝি এই পড়ে গেলো- প্রতিবেশী সুমনকে কি ম্যানিয়া পেলো! ৩. ডলিকে দেখুন- এ পাড়ার সুইট হার্ট, এই প্রেম ধরে, এই করে কাট, করে নাতো সে কাউকেই কোনো কল- পয়সা ওড়াতে যখন প্রেমিক পাগল! ৪. ইদানীং লাগে না তো মোবাইল কভার সিম বদলানোর ঠ্যালায়- কি দরকার? একটা মোবাইল, তার সিম গাদা গাদা আই.ডি. লুকাতে তাই হেভি সুবিধা।। ৫. ফাহিমকে দেখেছেন? হাতে দু'টো ফোন? সারাদিন পাবেন তাতে বিজি টোন; এক ফোনে লিজা, আরেকটায় লুসি, বাপের টাকায় চলে প্রেম মিছে-মিছি।। ৬. মোবাইল কালচারে ঠকানো-ও চলে, সোনিয়াকে দেখেছি, ফোন করে বলে- "বাইরে বেরোনো আজ খুব রিস্কি, চট্ করে ২০ টাকা কর্ ফ্লেক্সি"।। ৭. রাতে-দিনে জমে উঠে প্রেম-অপলাপ, পিক আর অফ-পিকে হয় কার লাভ? মিথ্যে রিলেশনে চলে কড়া রোমান্স- দিন শেষে ফলাফল- জিরো ব্যালান্স!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.