আমাদের কথা খুঁজে নিন

   

এ কেমন সাংবাদিকতা ?

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

দৈনিক আমাদের সময়-এ আজ নাইমুল ইসলাম খানের একটি লেখার চুম্বক অংশ তুলে দিলাম- ...নীতি নৈতিকতার তোয়াক্কা না করে এমন কী বাণিজ্যিক বিবেচনাকেও গ্রাহ্য না করে বেপরোয়া ও সামঞ্জস্যহীনভাবে বিজ্ঞাপনবিতরণ এবং কোনও কোনও ক্ষেত্রে অন্যায়ভাবে সংবাদপত্রের ওপর বিজ্ঞাপনের স্বল্পমূল্য চাপিয়ে দেয়া এই শিল্পে একটি গভীর দুর্নীতির চক্র এবং কোনও কোনও ক্ষেত্রে যোগ্যতর সংবাদপত্রের জন্য অনভিপ্রেত সংকট ঘনীভূত করছে। বাংলাদেশে এখন ১০,০০০ সার্কুলেশনের বাংলা পত্রিকা ৬০,০০০ সার্কুলেশনের বাংলা পত্রিকার চেয়ে বেশি বিজ্ঞাপন পাচ্ছে এবং মরার উপরে খাড়ার ঘায়ের মত সেই বিজ্ঞাপনের মূল্যও তুলনামূলকভাবে বেশি পাচ্ছে। .... .. ...পুরো দেশে দৈনিক আমাদের সময় এর অবস্থান চতুর্থ শীর্ষ সংবাদপত্র। তবে ঢাকায় আমাদের সময় তৃতীয় সর্বাধিক প্রচারিত এবং সেপ্টেম্বরের মধ্যেই আমরা দ্বিতীয় স্থানে চলে আসবো বলে আমরা সার্কুলেশনের গতি প্রকৃতি দেখে বুঝতে পারছি। তবে ঢাকার গুলশান, বারিধারা, বনানী, ডিওএইচএস সহ পার্শ্ববর্তী এলাকায় আমরা গত চারমাস যাবত দ্বিতীয় সর্বাধিক প্রচারিত সংবাদপত্র।

দেশের কিছু কিছু জেলা আছে যেখানে আমরাই সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক। .....একটেল গতকাল অন্তত: ৯টি পত্রিকায় একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। কোন বাণিজ্যিক বিবেচনায় বা ন্যায় নিশ্চিত করতে দৈনিক আমাদের সময় সেই বিজ্ঞাপনটি পায়নি আমার খুব জানতে ইচ্ছে করে। ....ন্যাশনাল ব্যাংক আমাদের সময়ে বিজ্ঞাপন দেয়। কিš' আমাদের সময় এর প্রচার সংখ্যা যখন বর্তমানের একচতুর্থাংশ ছিল, সেই সময়কার বিজ্ঞাপন মূল্য বাড়ছে না।

আমি বিষয়টি সুবিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। ন্যাশনাল ব্যাংক এর জনসংযোগ কর্মকর্তা জনাব সাইদুর রহমানের কাছে দ্রুত সুবিচার প্রার্থনা করছি। .... ....দৈনিক আমাদের সময় এর সম্পাদক ও প্রকাশক হিসেবে বাংলালিংক এর একজন বিভাগীয় প্রধানের সঙ্গে দেখা করতে লিখিতভাবে সময় প্রার্থনা করে অপেক্ষায় আছি কয়েকমাস। তাদের কাছেও ন্যায়বিচার কামনা করছি। ....সিমেন্স এর মতো খ্যাতিমান প্রতিষ্ঠানের বরাবরে বিজ্ঞাপন বিষয়ক একটি চিঠি লিখে অপেক্ষায় আছি কয়েকমাস।

আশা করি তারাও আমার চিঠির বিষয়ব¯' সম্পর্কে আমাকে একটি জবাব বা ব্যাখ্যা দেবেন। .... জীবনে অনেক নিজের ঢোল নিজে পিটানো দেখছি, ফকিরকে ভিক্ষা করতেও দেখছি, বাকিটা আর আমি বলব না, আপনারাই বলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.