সুরা আল ইমরানের ৯৭আয়াতে কাবা গৃহের ৩টি বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। ৩টি বৈশিষ্ট্যের বর্ণনার পাশাপাশি জনৈক তফসিরকারী নিচের ঘটনাটিরও উল্লেখ করেন এভাবে--
প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সেখানে যান ও জামরাত নামক স্হানে প্রত্যেকেই একেকটি প্রতীক লক্ষ্য করে দৈনিক ৭টি করে কংকর ৩দিন পযর্ন্ত নিক্ষেপ করে। যদি এসব কংকর সেখানেই জমা থাকতো,তবে ১বছরেই কংকরের স্তূপের নীচে জামরাত অদৃশ্য হয়ে যেতো ও বিরাট পাহাড় গড়ে উঠত। অথচ হজ্জের ৩দিন অতিবাহিত হওয়ার পর সেখানে কংকরের খুব একটা স্তূপ দেখা যায় না। এর কারণ প্রসংগে রাসুল(সবলন:ফেরেশতারা এসব কংকর তুলে নেয়।
যাদের হজ্জ কোন কারণে কবুল হয় না ,শুধু তাদের কংকরই এখানে থেকে যায়। এ কারণেই জামরাত থেকে কংকর তুলে নিক্ষেপ করতে নিষেধ করা হয়েছে। কারণ,এগুলো কবুল হয়নি। রাসুল(সএর এ উক্তির সত্যতা প্রত্যেকেই নিজ চোখে দেখেন। অথচ সেগুলো সরাবার কোন ব্যবস্হা সরকারের পক্ষ থেকেও নেই;জনগণের পক্ষ থেকেও নেই।
আমার প্রশ্ন, আপনাদের কাছে ঘটনাটি কি সঠিক?কেউ কি এর কোন সঠিক তথ্য জানেন ও এ ব্যপারে একটু লেখবেন দয়া করে।
অপেক্ষায় রইলাম-
চোখে পড়ল আরও একটি নতুন ফোরম। সময় পেলে ঘুরে আসুন:
http://www.esogori.forum5.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।