যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
(যারা যুদ্ধাপরাধীর সাথে ছিচকে ধর্ষকদের এক করে ভাবেন তাদের জন্য উতসর্গকৃত!)
চাইনিজ রেস্টুরন্টে চিকেন স্যুপে অর্ডার দিয়ে বসে আছে কয় বন্ধু। দীর্ঘক্ষন পর বেয়ারা স্যুপের বাটি এসে রাখলো। বন্ধুরা দ্রুত বাটিতে নিয়ে খেতে শুরু করলো।
এর মধ্যে একজন দেখলো বাটিতে গরুর মাংসের একটা ছোট্ট টুকরা। ডাকা হলো বেয়ারাকে।
- এই, তুমি কি জানো চিকেন স্যুপে গরুর মাংস এলো কিভাবে?
- স্যার, চিকেন শেষ হয়ে গিয়েছিলো বলে কিছূ বিফ মিশানো হয়েছে।
- কিন্তু আমিতো দেখছি পুরোটাই বীফ, কতটুকু মিছিয়েছো?
- স্যার, ফিটটি ফিফটি...
- মানে ..স্যার একটা গরু আর একটা চিকেন..এই ভাবে।
----------------
কৌতুকটা মনে পড়লো কয়েকজন ব্লগারের মুক্তিযুদ্ধের সময়কালের ভয়াবহতা অনুধাবন করতে ব্যর্থতা দেখে। তখন বাংলাদেশের প্রত্যেকটি নারী প্রতিনিয়ত ধর্ষনের আশংকায় দিন কাটিয়েছে। এমনকি শান্তি কমিটির নেতারারও নিজেদের বাড়ীর মেয়েদের নিয়ে কঠিন সময় পার করেছে।
সেই সময়ের সাথে আজকের বিচ্ছিন্ন এক বা একাধিক ঘটনা একই ভাবে বিবেচনা করে এরা আসলে কি বুঝাতে চায়? হয়তো এরা সেই সময়ের ভয়াবহতা বুঝতে অক্ষম বা কোন হীন দৃষ্টিকোন থেকে সেই সময়ের অপরাধীদের আড়াল করতে চায়!
তবে সঠিক ভাবে বলেছেন আরেক ব্লগার -
হৃদয়ের সংলাপ... বলেছেন :
২০০৭-০৮-০৩ ০০:২৪:২০
".......ধর্ষন ধর্ষনই । বর্তমানে কোন মেয়েকে ধর্ষন করা হলে কেবল ঐ ব্যক্তিই দায়ী । কিন্তু ৭১ এ একটা জাতিকে ধর্ষন করা হয়েছে । তাই ৭১ আর ২০০৭ এক নয় । ৭১ এ রাষ্ট্র জড়িত আর ২০০৭ এ ব্যক্তি ।
রাষ্ট্রের অপরাধ তাই গুরুতর । এই সহজ জিনিস যদি বুঝতে না পারেন তাহলে ধরে নিতে পারি আপনার বুঝা কিংবা আদর্শে মারাত্মক কিছু আছে । সরাসরি বললে বলতে হয়, আপনি একটা গোষ্ঠীকে রক্ষা করতে চাচ্ছেন । যারা ৭১এ ইসলামের দোহাই দিয়ে অনৈসলামিক কাজ করেছিল তাদেরকে । "
ধন্যবাদ ...হৃদয়ের সংলাপ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।