আমাদের কথা খুঁজে নিন

   

আমার বরিশাল বরিশালের আমি



আজকে সকালে ব্লগে ঢুকেই কউশিক এর একটি লেখায় বরিশাল এর একটি যায়গার কথা পড়লাম আর সাথে সাথেই কেমন যেন একটা অবশ অনুভূতি বুকে, বরিশাল আমার জন্মস্হান, আমার জীবনের শুরু যেখানে, আমার স্বপ্নের সেটিং। এখনও যেসকল স্বপ্ন দেখি রাতে তাতে বরিশালের বাড়ি ই দেখি, ঢাকার বাড়ি না, সেই ফোনিক্স সাইকেলটাই দেখি, আমার গাড়িটা দেখিনা। আমার বরিশালের দিনগুলি যে কি দারুণ ছিল। কিযে ভাল লাগত সব কিছু। এখনো মাঝে মাঝে মেঘলা দুপুরে কানে শুনতে পাই বন্ধুদের ডাক- বলের শব্দে, মাঠে ব্রিষ্টিতে ফুটবল খেলা, খেলার পরে বিশাল পুকুরে গোসল করে ভয়ে ভয়ে বাড়ি ফেরা-আব্বু-আম্মুর সামনে না পড়ার চেষ্টা।

খুব মনে পড়ে স্কুল পালিয়ে কখনো পরশসাগরের মাঠে ক্রিকেট খেলা অথবা বেল পাক' এর মাঠে খেলা বা কেডিসি তে আড্ডা আর সিগারেট খাওয়ার চেষ্টা। মনে পড়ে বুক ভিলা বা তরুণ লাইব্রেী তে বই কিনতে যাওয়া বন্ধরা সবাই মিলে, তিন গোয়েন্দা, ওয়েষ্টান' বা কিশোর ক্লাসিক, আহা কি সুন্দর সেই দিনগুলি। ওহ আরেক টা জিনিস, লুকিয়ে লুকিয়ে পড়তাম লিনা লাভ স্টোরির বই-ফেরারী প্রিয়া, মাই লাভ, আবার মাই লাভ, কত বই। বিদ্যুত মিত্র এর বই পড়া। বাসার ছাদে ঘুরি ওড়ানো মনে পড়ে, মনে পড়ে সতায় মান্জা দেয়ার দিন পাড়ায় উতসব এর মত হত।

আহা কি সে সুন্দর দিন। এখন আর বরিশালে যাইনা অনেকদিন। প্রা্য দুই বছর, অবশ্য গেলেও সব কেমন যেন ছন্নছাড়া লাগে। বন্ধরা কেউ ই নেই বরিশালে, কে কোথায় আছে ভালো করে জানিওনা। আসলে আমার ই ব্যাথ'তা আমি যোগাযোগ রাখতে পারিনি-মাফ করে দিস বন্ধুরা আমার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.