© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
ব্লগিং এখন আর সময় কাটানোর মাধ্যম নয়। বিশ্বের অনেক দেশে ব্লগারদেরকে এখন রীতিমত শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হয়। ব্লগিং যে সংবাদপত্র বা নিউজ চ্যানেল থেকেও শক্তিশালী হয়ে ওঠছে তার প্রমাণ পাওয়া যায় সম্প্রতি বুশ প্রশাসনের কিছু মন্তব্যে। তারা ব্লগারদের মুক্তচিন্তায় বাঁধ দেয়ার ব্যবস্থা গহণ করতে যাচ্চেন, কারন ব্লগিং দিন দিন এত জনপ্রিয় ও শক্তিশালী হয়ে ওঠছে যে পেশী শক্তির জোরে টিকে থাকা অন্যায়কারীদের মনে তা ভয়াভয় ভীতির সঞ্চার করছে। বস্তুত ব্লগ হলো সাধারন মানুষের ভাবনার দর্পন।
পেপার পত্রিকা বা নিউজ চ্যানেলগুলো যখন কোন নির্দিষ্ট রাজনৈতিক মতবাদ বা শক্তির লেজুরবৃত্ত্বিতে ব্যস্ত থাকে ঠিক তখনই সাধারন মানুষ সত্যিকার মনোভাব ও দেশের দেশ জনপদের প্রকৃত চিত্র ব্লগে তুলে ধরে সচেতন ব্লগাররা। তাদের কণ্ঠ চেপে ধরার কোন উপায় জানা নেই রাজনৈতিক সুবিধাবাদীদের। কারন একটি দুটি টিভি চ্যানেল বা নিউজ পেপার কিনে নেয়া যায়, কিন্তু দেশের সকল জনগনকে কিনে নেয়া যায় না। এই কারনেই আগামীতে সুন্দর বিশ্ব গড়ার পেছনে ব্লগারদের একটা বড় ভূমিকা থাকতে যাচ্ছে। আপনি আমি আমরা সবাই এই মহান কাজের সাথে জড়িত।
তাই আমরা নিজেদের নিয়ে গর্ব করতে পারি। ভবিষ্যত প্রযন্ম আমাদের পানে চেয়ে আছে।
এবার আলোচনা শুরু করি। উপরের ভূমিকাটুকু দেয়া প্রয়োজন মনে করেছি কারন অনেকেই জানেন না একজন ব্লগার কত গুরুত্বপূর্ন ও শক্তিশালী ভূমিকা রাখতে পারে সমাজের বিভিন্ন কর্মকান্ডে। যারা এই অসম্ভব সুন্দর ও মহৎ কাজের সাথে জড়িত, তারা অবশ্যই আদ দশজন সাধারন গা বাঁচিয়ে চলা নাগরিকের মত নন।
তারা অবশ্যই তুলনামূলকভাবে অধিক সচেতন ও উত্তম নাগরিক।
তো এই সচেতন নাগরিকদের কাছে একটা ছোট আবেদন রেখেই এই পোষ্টটা শেষ করবো। আপনারা জানেন এবার দেশের বন্যা পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সরকার ও বিভিন্ন সাহায্য সংস্থাগুলোই যথেষ্ট নয় দূর্গতদেরে পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং যেকোন সময় আপনাদের সহযোগীতার প্রয়োজন হতে পারে।
আমাদের দেশ ও সমাজের জন্য হীতকর কাজগুলোতে সরাসরি অংগ্রহন করুন। দেশের ও সমাজের প্রয়োজনে এগিয়ে আসুন যতটুকু সম্ভব।
যে কোন সময় দূর্যোগপীড়িত মানষের সাহায্যে এগিয়ে আসার ডাক পড়তে পারে। প্রস্তুত থাকুন, দূর্যোগপীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য এবং হাত বাড়িয়ে দেয়ার জন্য। আপনার একটু কষ্ট ও ত্যাগ অনেক মানুষের হাসির কারন হলে কেন আসবেন না? আমরা সবাই অবশ্যই প্রস্তুত থাকবো।
একজন সচেতন নাগরিক ও ব্লগার হিসেবে এটা আপনার আমার দায়িত্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।