লিনাক্স, উইনডোস, কবিতা
আমার এক বন্ধু খবর দিল তার এক বন্ধুর কাছে ৮ গিগা ও ১৬ গিগার পেনড্রাইভ আছে। দাম মাত্র ২৫০০/= টাকা। আমি তো মহাখুশি। কারণ আই. ডি. বি. ভবনে ১ গিগা ১২০০/= টাকা। সেখানে ৮ গিগা ২৫০০/= টাকা তো হাতে চাদ পাওয়া।
আমার ডি.ভি.ডি রম নাই। ৮ গিগা হলে ডিভিডি কপি করে নিয়ে আসা যাবে। দুই দিন পর টাকা জোগাড় করে কিনে ফেললাম ৮ গিগার একটা পেনড্রাইভ। কারণ ১৬ গিগা নাকি শেষ হয়ে গিয়েছিল। কিনার সময় দেখলাম আই. বি. এম. এর পেন ড্রাইভ।
বাসায় এনে মনে হলো একটু কেমন যেন। খটকাটা লাগল যখন ইউ. এস. বি ড্রাইভে ডুকানোর সাথে সাথে পেনড্রাইভ ওপেন হয়ে গেল। যাই হোক, ডাটা কপি করে দেখলাম। প্রতি ১ গিগা কপি হতে ৫ /৬ মিনিট সময় নেয়। বেশ ভাল।
কিন্তু বিপত্তিটা ঘটলো পরের দিন। ইমরোজ (আমার সবচেয়ে ঘনিষ্ট বন্ধু) যখন ৭.৫ গিগা গান কপি করতে গেল। ৩০/৪০ মিনিট লাগিয়ে কপি হলো ঠিকই, কিন্তু অসংখ্য ফোল্ডারের ভিতরে কিচ্ছু নাই। আবার কতগুলোর ভিতর এম. পি. থ্রি ফরমেট পরির্বতন হয়ে কি যে এক আজব ফরমেট হয়ে আছে - কিছু বোঝা গেল না। ঠিক আছে শুধু ডক ফাইল জে.পি.জি।
কি আর করা। কপালে সুখটা সইলো না। বন্ধুর কাছে নিয়ে গেলাম। সে বলল, এখন তো হাতে কোন পেনড্রাইভ নাই। সব বিক্রি হয়ে গেছে।
সামনের মাসের ( অগাস্ট ) ১ – ১০ তারিখের মধ্যে নতুন একটা দিবে। কারণ, ঐ সময়েই নাকি তারা পেনড্রাইভগুলো কিনে নিয়ে আসে।
তো কি আর করা। বসে আছি ১ তারিখের আসায়। দেখা যাক কি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।