আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলের রিংটোন এবং কুরআন তেলাওয়াত।



কুরআন পড়ে এবং শোনে তা পালন করা, আমাদের সকল মুসলমানের কর্তব্য। আমরা অনেকেই কুরআন তেলাওয়াত শোনতে ভলোবাসি। তাই মোবাইলের রিংটোন হিসেবেও কুরআন তেলাওয়াত ব্যবহার করে থাকি। আমি দেখেছি ইসলাম সম্পর্কে মোটা মুটি জ্ঞান রাখেন এমন ব্যক্তিও মোবাইলে রিংটোন হিসেবে কুরআন তেলাওয়াত এবং আযান ব্যবহার করেন। আমি আজকে শনিবারের, শেখ ছালেহ্ এর সাপ্তাহিক টকশো আল রাসেদ এডিটিং করতে গিয়ে দেখি উনি মোবাইল নিয়ে বিস্তর আলোচনা করেছেন।

উনি বলেন, কুরআন তেলাওয়াত এবং আযান মোবাইলের রিংটোন হিসেবে ব্যবহার করা ঠিক নয়। কারন মোবাইল পকেটে রেখে টয়লেটে যাওয়ার পর ফোন আসলে কুরআন তেলাওয়াত চলবে। টয়লেট নাপাক স্থান, ঐ খানে কুরআন তেলাওয়াত বা আযান বাজানো ঠিক নয়। কুরআনের অনেক আয়াত আছে যা পুরোটা না পড়লে বা না শোনলে , আয়াতে যা বুঝানো হয়েছে তা ভুল ভাবে উল্টো ভাবে বুঝানো হয়। কেউ যদি মিসকল দিয়ে থাকে তা হলে কুরআনের পুরো আয়াত শোনার ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়না।

সুতারাং কুরআন তেলাওয়াত কিংবা আযান রিংটোন হিসেবে ব্যবহার কর উচিৎ না। আমরা রিংটোন হিসেবে নেশিত বা নাত ব্যবহার করতে পারি। কুরআন মোবাইলে রাখতে পারি সময় করে শোনার জন্য এবং পড়ার জন্য। শেখ বিস্তর আলোচনা করেছেন, আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। যদি আপনি মোটা মুটি আরবি বুঝেন, তাহলে আজকে মাগরিবের নামাজের পর সৌদি চ্যানেল আল মার্জেদে দেখুন, বিস্তারিত জানতে পারবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.