এটা করি । ওটা বাকি । বেলা আর হয়না কাজের। অবেলায় হা হুতাশে মরি।
সন্ধ্যাবাতি বলেছেন :
২০০৭-০৭-২৫ ১১:৪০:১০
ডাক্তার আইজুদ্দিন, তুমিও তো রাগ ইমনের সময় আন্দোলন করেছো।
তুমি কি ভুলে গেছ, হারাধন নিকে তুমি আস্তমেয়েকে কি জঘন্য কথা বলেছ? দিনের পর দিন? ত্রিভুজের বলা কথা কি তার কাছে ধারে যায়? ত্রিভুজ তো তাও ক্ষমা চেয়েছে। তুমি যা করেছো, বলেছো, চোর, রাসেল যা বলেছে, করেছে, তার একটার জন্যও কি ক্ষমা চেয়েছে? তোমাদের ভন্ডামি ছাড়ো, ঘেন্না লাগে। তোমরাই একাত্তরের কথা বলো, কিন্তু মাথা উঁচু করে অন্যায় করে যাও, নোংরামি করে যাও... একাত্তরের শহীদরা এসব দেখলে, বীরাঙ্গনারা দেখলে তোমাদের অভিশাপ দিত। কৃতজ্ঞ হও, সেই সময় যুদ্ধ করার জন্য তোমরা ছিলা না।
(রেফারেন্স: নীতিমালা- ২ খ, ২ঘ, ৩খ, §ঘ, ৪চ)
ফজলে এলাহি বলেছেন :
২০০৭-০৭-২৫ ০৮:৫৭:০৮
হাঁ, আমরা জানতে চাই এই জানোয়ারের আসল চেহারাটা।
কর্তৃপক্ষ, এই ব্যবস্থাটা নিন, দেখবেন এমনতর জানোয়ার হবার ইচ্ছা আর কেউ কোনদিন করবেন না। তার আসল নামসহ যতগুলো নিক আছে, এবং মেই এড্রেস আছে সব প্রকাশ করুন।
তীব্র ঘৃণা জানোয়ার চক্রের প্রতি!!
ততোধিক সহানুভূতি ব্লগে সকল বোনদের প্রতি।
=====(রেফারেন্স: নীতিমালা- ২ খ, ২ঘ, ৩খ, §ঘ, ৪চ)====
সন্ধ্যাবাতি বলেছেন :
২০০৭-০৭-২৫ ০৮:৫১:৪৮
আমি গত কয়েক দিন ধরে চক্রের যত মন্তব্য পোস্ট পড়েছি, তাতে একটা কথা বলছি, চোরের সাথে কথার স্টাইলে, চিন্তা ভাবনায় মারাত্মক মিল। মারাত্মক।
আর চোরের অন্তর্ধানের আগেই ব্লগটা ছিল, কিন্তু অন্তর্ধানের পরেই ভালো ভাবে জীবিত হয়েছে, নিয়মিত হয়েছে।
যাই হোক, ধন্যবাদ নবনীতা, সাহসী প্রতিবাদটা করার জন্য। চক্র নিকটা আইপি সহ ব্যান করা হোক। চক্রের আল্লাহর দরবারে পড়ে পড়ে শুকরিয়া আদায় করা উচিত, একাত্তরে সে যুদ্ধের বয়সী ছিল না। থাকলে, কখনও মুক্তিযুদ্ধ করতো না।
তার জন্য এটা কখনও আদর্শের লড়াই হতো না। এই রকম মানুষদের আদর্শ নেই। দেবরা, সহানুভূতি আপনার জন্য। কর্তৃপক্ষ, এ রকম ব্লগারের প্রতি সহনশীল হওয়ার কোন দরকার নেই। দয়া করে আইপি সহ ব্যান করেন।
চোরের আইপি এডরেসই তো?
=====(রেফারেন্স: নীতিমালা- ২ খ, ২ঘ, ৩খ, §ঘ, ৪চ)====
নীতিমালার ৪চ এ স্পষ্ট করে বলা আছে: ৪চ.
যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন। - তাহলে কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি।
জেগে ঘুমানো কর্তৃপক্ষকে চোখে খোচা দিয়ে দেখাতে হলো। আশাকরি কর্তৃপক্ষ তাদের রাজাকারতোষণ থেকে অন্তত এই একটি ক্ষেত্রেও বের হতে পারবেন।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।