নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই
পিছু ফিরে দেখা:
১৩ই জানুয়ারী ২০০০ সাল। Munshigi.com নামে একটি ওয়েব সাইট রেইজস্ট্রেশন করা হয়। বাঙলাদেশের প্রথম ইকমার্স সাইট। অনেক উতসাহ, উদ্দীপনা এবঙ আশা নিয়ে শুরু হয় এর পদযাত্রা। বাঙলাদেশ প্রবেশ করে ইকমার্স জগতে।
সেই শুরু। এরপর ২০০২ এর শুরুতে আসে Deshigreetings.com , HVBeBazaar.com, Cybergift.us সহ আরো অনেক সাইট। বর্তমানে বাঙলাদেশে অর্ধশতাধিক ইকমার্স সাইট রয়েছে।
ইকমার্সের খুটখাট:
সহজভাষায় ইকমার্স বলতে বুঝায় ইন্টারনেটের বাজার। যেখানে পন্য/সার্ভিসের কেনাবেচা চলে ইন্টারনেট এবঙ কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে।
পন্য/সার্ভিসের মুল্য অনলাইন বা ইলেক্ট্রনিক সিস্টেমের মাধ্যমে পরিশোধিত হয় বলে একে ইলেকট্রনিক কমার্স সঙক্ষেপে ইকমার্স বলা হয়।
১৯৯৪ সালে পৃথিবীতে প্রথম ইকমার্স শুরু হয়। পৃথিবীর বড় বড় ইকমার্স সাইটের নাম বলতে হলে যে নামগুলো সহজেই মনে আসে তা হলো:
eBay.com
Amazon.com
Yahooshopping.com
uBid.com
এসকল সাইট নিজের পন্য বাদেও বিভিন্ন অন্যের পন্য বিক্রি করে থাকে। বর্তমানে পৃথিবী অনেক পন্য প্রস্তুতকারী রয়েছে যাদের নিজেদেরই ইকমার্স সাইট রয়েছে। অর্থাত তাদের ওয়েব সাইট থেকে তাদের পন্য কেনার সুযোগ রয়েছে।
যেমন
Dell.com
IBM.com
ইকমার্স সাইট থেকে আপনি যেমন নতুন পন্য কিনতে পারবেন তেমনি পুরাতন পন্যও কিনতে পারবেন। পারবেন অনলাইন নিলামের মাধ্যমে পন্য কিনতে। অনেক সৌখিন এবঙ আকর্ষনীয় জিনিস কিনতে পারেন মাউসের ক্লিকে ঘরে বসে। আপনার নিত্য দিনের বাজার থেকে শুরু করে জামাকাপড়, গাড়ি, বাড়ি সবই পাবেন ইকমার্সে। রাস্তার জ্যাম ঠেলে আর কাচা বাজারের কাদা-পানির মধ্যে আপনাকে ঘুরাঘুরি করতে হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।