আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগীয় কবিতা : ওরা এল পায়ে পায় (উত্সর্গ - বাস্তুচ্যুত হোসেইন)



প্রথমে ওরা "ঔপন্যাসিক" মাসুদা ভাট্টির পোস্ট মুছে দিল, আমি নিরব ছিলাম। কারণ আমি ঔপন্যাসিক ছিলাম না। তারপর ওরা "নাস্তিক" যুঞ্চিক্ত-র গলা কেটে দিল, আমি নিরব ছিলাম। কারণ আমি নাস্তিক ছিলাম না। তারপর ওরা "লেখক" জামাল ভাস্কর, তাসনিম নুসরাত, সুমন চৌধুরী, হিমু, এস এম মাহবুব মুর্শেদ, জেবতিক আরিফদের তাড়িয়ে দিল, আমি নিরব ছিলাম।

কারণ আমি লেখক ছিলাম না। তারপর ওরা "গালিবাজ" শমশের আর হারাধনদের ব্যান করল, আমি নিরব ছিলাম। কারণ আমি গালিবাজ ছিলাম না। তারপর ওরা "চারণ কবি" রাগ ইমনকে অপমান করে ভাগিয়ে দিল, আমি নিরব ছিলাম। কারণ আমি কোন কবি ছিলাম না।

তারপর ওরা "জনপ্রিয় ব্লগার" হোসেইনকে বাস্তুচ্যুত করল, আমি তখনও নিরব ছিলাম। কারণ আমি কোন জনপ্রিয় ব্লগার ছিলাম না। তারপর ওরা রাজাকার ছাগু আর টাউটদের বিচরণভূমি তৈরি করতে নতুন নীতিমালা প্রনয়ণ করল, আমি নিরব ছিলাম। কারণ নীতিমালা নিয়ে আমার মাথাব্যাথা ছিল না। শেষ মেশ ওরা আমার দিকেও ধেয়ে এল, কিন্তু ততদিনে আমার পক্ষে কথা বলার আর কেউ অবশিষ্ট রইল না।

========= Martin Niemoller এর First they came অবলম্বনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.