আমাদের কথা খুঁজে নিন

   

তাহলে বুঝবে

কলপনার মাঝে ভেসে আছি

সবাইকে তুমি বল তোমার মন তার জন্য দূর্বল বাস্তবে তোমার মন প্রচুর সবল তবুও মিথ্যাটা সবার মনে চাপিয়ে দেও প্রবল। তুমি বুঝাতে চাও তাকে অসহ্য লাগে তোমার,তাকে ছাড়া প্রতি মুহূর্তটাকে কিন্তু তার চিহৃ মিলে না তোমার জীবনের বাকে তবুও তুমি বল তাকে,ভাল লাগে না পৃথিবীর সুখগুলোকে। দেখা হলেই তুমি তাকে বল চোখ বন্ধ করলেই দেখ তার সুশ্রী মুখমন্ডল আর তা বিশ্বাস করে,তোমার কথা শুনতে সে হয়ে যায় ব্যাকুল। সবই যে মিথ্যা ছিল, আজ সে বুঝল, তোমার হৃদয়ে আছে মিথ্যে ভালবাসা, আর তার হৃদয়ে আছে শুধু তোমাকে নিয়ে বুনা স্বপ্নের বাসা কিন্তু তুমি ভেঙ্গে দিলে তার আশা। সে চেষ্টা করবে তোমাকে হৃদয় থেকে দিতে তাড়িয়ে আর চাইবে সবাই যেন তোমায় দেয় ফিরিয়ে, তাহলে বুঝবে ভালবাসা মানে নয় বলা কয়েক লাইন ইনিয়ে বিনিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.