এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
আমি পারিনা নিজেকে বোঝাতে
যতই শুধতে চাই,নিজেকে পারিনা মানাতে
আমি আর নিজেকে পারিনা বোঝাতে
ভেবে দেখো আজ তোমার আমার গল্প
বিয়োগাত্নক পরিনতির প্রাপ্তিতো নয় অল্প
মনে কি পড়ে, কত রাত জাগা
চোখে চোখ রাখা
ভালবাসা ছুঁয়ে যাওয়া
কাছাকাছি থেকে ভালবাসি বলে
নিশুতি প্রদীপ জ্বালা।।
পড়ে কি মনে, ছিলে যবে দূরে
বলতে একটু কথা,
ঘড়ির কাটা থমকে যেত
রাত পোহাতো মেলা
আজ কোথায় সেই অনুভব
আর কোথায় ভালবাসা
একটু মৃদু হাসির মাঝেও
থাকে কৃত্রিমতা,
বলতে পারো কি?
এ হয় কেন এই ধরাতে
আমি উষ্ণ এই মনটাকে
আর কিছুতে পারিনা বোঝাতে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।