আমাদের কথা খুঁজে নিন

   

কিছুতে কি কিছু যায় আসে?

আজকাল যাই দেখি অবসাদ লাগে... মনে হয় কি হবে? কিছুতে কি কিছু যায় আসে? চাদের রুপোলি আলো দেখলে আমার খুব হাটতে ইচ্চে করে মাঝ রাতে ঘুম ভেঙ্গে দেয়া ঝুম বৃস্টিতেও ভিজ়তে ইচ্ছে করে... তোমার হাতে হাত রেখে সমুদ্রের তীর ধরে হাটবো বলে কতবার ভেবেছি... অথবা রোমের প্রাচীন কোনো ভেঙ্গেপড়া দালানের সিড়িতে বসে রুদ্রর কবিতা আওড়াবো দুজ’নে... নাহয় ভেনিসের কোনো লেকে গন্ডোলায় বসে দূর্বিনীত শুভ্রের চোখে চোখ রাখব... তুমি তো শুভ্রই... ওর মতই অবহেলায় ধরে রাখ আমাকে... কখনো বা মনে হয় রোম ভেনিস নয়... কেমন হবে যদি হয় একটা ছোট ইগলু বাড়ি? নাকি শুস্ক মরুতে একটা বেদুইন ক্যারাভান? কখনোবা ভাবি, অসম্ভব কল্পনা ছেড়ে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে না ছুটে...যদি হারাই নিরুদ্যেশে? শুধু তুমি আর আমি...মুখোমুখি? ক্ষনে ক্ষনে বদলে যাওয়া স্বপ্নের ভারে আমার ইছেপাখিটা ডানা ঝাপ্টাতে থাকে... আমি দূর থেকে নির্লিপ্ত অলস চোখে তাকিয়ে দেখি... একটা একটা করে তার পাখা থেকে পালক ঝরে... আমি জলভরা চোখে শুধু তাকিয়ে দেখি... হাত বাড়িয়ে ছুই না... অবসাদ লাগে... মনে হয় কি হবে? কিছুতে কি কিছু যায় আসে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.