বিবাহিত নারী-পুরুষের প্রায় দুই-তৃতীয়াংশ বলেছে, তাদের জীবনসঙ্গীরাই সুখী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস।
বিশ্বব্যাপী চালানো নতুন এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়। গত মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবসে জরিপের ফল প্রকাশ করা হয়।
জরিপে অংশ নেওয়া প্রায় ৫০ শতাংশ অবিবাহিত নারী-পুরুষ বলেছে, সব বাদ দিয়ে তারা মনের মতো একজন সঙ্গী পেতে ব্যাকুল। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ বলেছে, তেমন কোনো সঙ্গী পেলেই জীবনে সবচেয়ে সুখী হবে তারা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াসহ ২৪টি দেশে এই জরিপ চালানো হয়। ইপসস গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স পরিচালিত এই জরিপে অংশ নেয় ২১ হাজার ২৪৮ জন নারী-পুরুষ।
প্রতিষ্ঠানটির গবেষণা ব্যবস্থাপক কেরেন গটফ্রায়েড বলেন, ‘বিশ্বের বেশির ভাগ মানুষ সুখের জন্য ঘরের দিকে তাকিয়ে, এ তথ্য জানার পর আমাদের তাক লেগে যায়। ’
ঘরের সুখ সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ আফ্রিকায়। দেশটির ৮২ শতাংশ বিবাহিত মানুষ বলেছে, জীবনসঙ্গী ছাড়া অন্য কিছুতে এত সুখ নেই।
এদিক দিয়ে ঠিক বিপরীত অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির প্রায় অর্ধেক মানুষ বলেছে, জীবনসঙ্গীই একমাত্র সুখের উৎস—এটা মানতে নারাজ তারা। তবে তারা স্বীকার করেছে, জীবনসঙ্গীর কিছু না কিছু সুখের উৎস। রয়টার্স।
সূত্রঃ প্রথম আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।