সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন।
সেদিন আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। বৃষ্টি হয় হয় করেও শুরু হয় না। আমি বাসে করে মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড যাচ্ছিলাম। হঠাৎ বাইরে দেখি মেঘের ফাঁকে আকাশে বিশাল একটা রংধনু দেখা যায়।
আমি রংধনু আগে এভাবে দেখিনি। তাই ছবি তোলার জন্য শাহবাগ মোরে নেমে গেলাম। রংধনুর দু'একটা ছবি তুলতেই আমার নজর পড়লো পাশে বসা একটা পথ-শিশুর উপর। শিশুটি মাটি খামছে বালু বের করে বালু দিয়ে খেলা করছে। কি নিরেট নিষ্পাপ আনন্দ! আমি কিছুক্ষন এক সমনে শিশুটার দিকে তাকায় থাকলাম।
তারপর একটা একটা করে ছবি তুলতে থাকলাম। শিশুটার কোন খবর নেই সে একমনে খেলা করে যাচ্ছে।
বালু নিয়ে খেলার প্রবল ইচ্ছায় সে শক্ত মাটি থেকে নিজ প্রয়োজনে বালু বের করে নিচ্ছে।
ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।