শাকিলা তুবা
এ চোখে খুঁজো না নিজের পলাতক ছায়া
ওখানে এখন গড়ায় শুধুই খনিজ বালু
সমুদ্রের তলদেশ ভরেছে মেক্সিকান ভাস্কর্যে
দোল পূর্নিমার প্রবাল প্রজনন হয়েছে স্মৃতি।
ভরা কোটালের এক রাতে মোহনা বেয়ে
প্লাবন ভাসিয়েছিল এই ছোট্ট নদী
এখন শুক্লা অষ্টমীর জোয়ারে নেই জোর।
তোমার সমুদ্র যেদিন থেকে হলো অনুদার,
অকারন বইছিলে বিক্ষিপ্ত হিমশৈল, চোরাপথে।
সেই থেকে সাগর ছেড়ে মৌলকণায় নিয়েছি আশ্রয়
গতিমুখ পালটে দ্রুত চলে যাচ্ছি নিরালায়
অপেক্ষায় আছি এ দ্বীপে আবার জমবে সোনালী বালু!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।