আমাদের কথা খুঁজে নিন

   

নোটিশবোর্ডের দৃষ্টি আকর্ষণ

ওমিক্রনল্যাব

গতকাল iComplex (যে টুলটি দিয়ে উইন্ডোজ এর সিডি ছাড়াই বাংলা সাপোর্ট ইন্সটল করা যায়) আপডেট করা হয়েছে। সা.ইন এর বাংলা সেটিংস পেইজে যে ডাউনলোড লিংকটি আছে সেটি আর ভ্যালিড নয়। নতুন ডাইরেক্ট ডাউনলোড লিংক এটাঃ আইকমপ্লেক্স ২.০.০ দয়া করে লিংকটি আপডেট করে নিবেন। "ফাইল নট ফাউন্ড" এরর যাতে না আসে সেজন্য আপাতত আমি একটা রিডাইরেক্ট সেট করে রেখেছি। নতুন যা ফিচারঃ আগের ভার্শনে শুধু উইন্ডোজ এক্সপিতে বাংলা সাপোর্ট যোগ করা যেত।

এখন উইন্ডোজ ২০০০ এবং উইন্ডোজ ২০০৩ সার্ভার (সব এডিশন) এতে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইন্সটল বাটনে ক্লিক করলে আইকমপ্লেক্স এখন অপারেটিং সিস্টেম ডিটেক্ট করে প্রয়োজনীয় ফাইল ইন্সটল করে। যেহেতু উইন্ডোজ ভিস্তাতে বাই ডিফল্ট কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইন্সটল করাই থাকে, এখন থেকে শুধু iComplex এই ব্যবহার করলেই এক ক্লিকে ঝামেলাহীন ভাবে উইন্ডোজে কমপ্লেক্স ল্যাংগুয়েজ এর সাপোর্ট যোগ করা যাবে। আশা করছি নতুন এই আইকমপ্লেক্স সা.ইন এর ব্লগারদের আরো বেশি উপকারে আসবে। আরেকটি অনুরোধঃ অভ্র কীবোর্ড এর লিংক রেখেছেন দেখে কৃতজ্ঞতা।

শুধু অনুরোধ করব লিংকটি ডাউনলোড.কম এ না দিয়ে ওমিক্রনল্যাবে দিন। ডাউনলোড.কম এ প্রতিবার সফটওয়্যার ভার্শন আপডেটের সাথে সাথে লিংকও পরিবর্তন হয়। গতকালই অভ্র কীবোর্ড ৪.৫.০ রিলিজ করা হল, অথচ আপনাদের এখানের লিংক থেকে সবাই ভার্শন ৪.০.২ এর লিংক এ যাবে, এবং পুরাতন ভার্শন বলে ডাউনলোড.কম থেকে ডাউনলোডও করতে পারবে না। আপনারা যদি নিচের লিংকটি দেন তাহলে সবসময় সর্বশেষ ভার্শন ডাউনলোডের জন্য পাওয়া যাবেঃ ১. অভ্র কীবোর্ড ডাউনলোড (স্ট্যান্ডার্ড এডিশন) ২. অভ্র কীবোর্ড ডাউনলোড (পোর্টেবল এডিশন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.