নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
বেশ কিছু নামিদামী জ্ঞানী ব্লগার ব্লগ থেকে বিদায়ের ঘন্টা বাজিয়ে কান ঝালাপালা করে দিয়েছেন। চারিদিকে শুধু ঘন্টা আর ঘন্টার আওয়াজ। সে আওয়াজে কেউ কেউ করুন সুর পাচ্ছেন আবার কেউ শুধু ঘন্টার আওয়াজই শুনে যাচ্ছেন। কোন সুরই উপলব্ধি করতে পারছেন না হয়তবা কেউ।
মূল বিষয় সেটা না, যারা ব্লগ থেকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছেন তারা তো ব্লগ ছেড়ে চলেই যাবেন, তাদের হয়তবা আর দেখা কিংবা লেখা পাওয়া যাবেনা এই ব্লগে (যদি ভিন্ন নিকে আবির্ভূত না হয়)।
তাদের সঙ্গ, কমেন্ট, পোষ্ট কেউ কেউ হয়তবা মিস করবে।
নোটিশবোর্ডের কাছে অনুরোধ : ব্লগে ব্লগার হিসেবে যারা এতদিন ছিলেন তাদের বিদায়ে কর্র্তৃপক্ষের কি কিছুই করার নেই? না, তাদের স্মরনে আমি কোন পার্টি দেবার কথা বলছিনা। শুধু এতটুকুই অনুরোধ তাদের এ বিদায়ে তাদেরকে সামওয়ারের একটি সার্টিফিকেট দেওয়া হোক।
যে সার্টিফিটেকে তার ব্লগের বয়স সীমা, পোষ্টের সংখ্যা, কমেন্টের সংখ্যা, এবং সর্বোপরি ব্লগের হিটের সংখ্যা। সব মিলিয়ে কর্তৃপক্ষের উচিত একটি সার্টিফিকেট তৈরী করে বিদায়ী ব্লগারদের মাঝে বিতরণ করা।
বিদায়ী ব্লগাররা অভিজ্ঞতার সার্টিফিকেট নেওয়া না নেওয়া বিষয়টি তাদের সম্পূর্ণ নিজস্ব মত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।