সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
সামহোয়ারে আমার এক বছর হয়ে গেল। প্রায়। অনেক ব্লগারের সঙ্গে দেখা হলো, অনেকের সঙ্গে দেখা হলো না। অনেকের লেখা পড়া হলো।
অনেক লেখা পড়া হলো না। কিন্তু একজনের লেখা রেগুলার পড়তেই হয়। ইনি নোটিশবোর্ড। কে এই নোটিশ বোর্ড? অদৃশ্য, কাজের কথার কাজী, প্রশাসন? এই প্রশ্ন আমার মাথায় অনেকদিন ঘুরপাক খাচ্ছে। কিন্তু তার উদ্দেশ্যে কোনো দিনই কোনো চিঠি লিখি নাই।
সমস্যা নাই, তাই চিঠি-চাপাতিও নাই। সামহোয়ারের অনুষ্ঠানে যাওয়ার সুবিাধা পেয়ে একবার ভেবেছিলাম না যাব না। নোটিশ বোর্ডকে দেখে যদি মন খারাপ হয়। যদি দেখি উনি কড়া লোক। খারাপ লোক।
তবে খারাপ প্রভাব পড়বে। শেষে ভাবলাম যাই দেখি কী ব্যাপার। একেবারে 21 তলার ছাদে। পুরা ঢাকা শহর দেখা যায়। ওইখানে নোটিশবোর্ড।
দেয়ালে কয়েকটা নোটিশবোর্ড টাঙ্গিয়ে বসে আছে। এক নোটিশ বোর্ড ঢুকতেই হাত মেলালো। আরেক নোটিশবোর্ড পরিচিত হলো। আরেক নোটিশবোর্ড ছবি তুললো। এক নোটিশবোর্ড মন খারাপ করে বসে থাকলো।
এক নোটিশ বোর্ড এত ভাল। নোটিশবোর্ড বক্তব্য দিলো। বুঝালো। ত্রিভাষিক ওয়ার্কশপ হলো। মানে কাজের দোকান।
লেখালখি প্রথম যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম লিখেই খাব। লিখে খাচ্ছি ঠিকই। কিন্তু যা লিখে খেতে চেয়েছিলাম তা লিখে আর খাওয়া যাচ্ছে না। এখন মনে হচ্ছে ব্লগিং করে খাওয়া যাবে। দুআনা রোজগার হবে।
বিশ্বাস হচ্ছে না? নোটিশবোর্ড তো তাই বললো...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।