আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুদ্র ঋণ ও স্বনির্ভর গোষ্ঠী - পশ্চিমবঙ্গ



ক্ষুদ্র ঋণ ও স্বনির্ভর গোষ্ঠী নিয়ে "মনের কথা" সংক্ষেপে একটি পোষ্ট দিয়েছে দেখলাম। ও আমার কাছে এই পোষ্টটির জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছে । "সৃষ্টি" নামে একটি পেশাদার সংস্থা পশ্চিমবঙ্গ সরকারকে "জলাশয় কেন্দ্রীক বহুমুখী প্রকল্প" স্থাপনের কাজে পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে। এ কাজে এরা এক বছরে উত্তর দিনাজপুর জেলায় ২০টির মতো প্রকল্প স্থাপন করতে পেরেছে বা কাজ চলছে। এই "জলাশয় কেন্দ্রীক বহুমুখী প্রকল্প"-র মূল কথা একটি বড় জলাশয়কে কেন্দ্র করে হাঁস, মুরগী, গো পালন,ছাগ পালন, শূকর পালন, মাছ চাষ, বিকল্প কৃষি, ফল-ফুল ও মশলা চাষে সহায়তা দিয়ে এলাকার গোষ্ঠী গুলিকে স্বনির্ভর করে তোলা।

একেকটি জলাশয়ে দুটি থেকে চারটি গোষ্ঠী নিয়ে কাজ শুরু হয়। এই গোষ্ঠী গুলিকে তৈরী করা, তাদের প্রশিক্ষন দেওয়া ও কাজে লাগানো একটি পরিশ্রমসাধ্য কাজ। একাজে "সৃষ্টি" বিশেষজ্ঞ এবং আশাতীত সাফল্য পেয়েছে। "সৃষ্টি"-র উত্তর দিনাজপুর জেলা শাখার মুখ্য সঞ্চালক হিসেবে "মনের কথা"তিন বছর ধরে নিরলস কাজ করে চলেছেন। গোষ্ঠী গঠণ,পরিচালনা ও তাদের স্বনির্ভর করে তোলার কাজ "মনের কথা" নিজেই আমার চাইতে ভাল জানেন।

এই গোষ্ঠী গুলির কাজের তদারকী ও মূল্যায়ণও "মনের কথা" করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.