আমাদের কথা খুঁজে নিন

   

নতুন প্রিন্টার পেলাম !!

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

এতো দিল ক্যানন এলবিপি ৮১০ লেজার প্রিন্টার ইউজ করতাম। প্রায় তিন বছরেরও বেশী সময় ধুমসে ব্যবহার করসি। ঝকঝকে সুন্দর প্রিন্ট হইত। মাস খানেক আগ থেকে মনে হচ্ছিল প্রিন্টারের গতি, আমার কাজের গতির থেকে কম। এমন করলেতো চলবে না বাপু ! আমার চাই ঝড়ো গতি ! নতুন প্রিন্টারের রিকুইজিশন দিলাম। পেয়েও গেলাম দুর্দান্ত গতির প্রিন্টার এইচপি লেজার জেট ১০২২। প্রিন্টার স্মৃতি : ২০ জুন ২০০৭ইং, বুধবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.