ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...
ঝাউ, ও ঝাউ আমাদের বাড়ি যাবি? উত্তর উড়ে বেড়ায় উত্তর বাতাসে।
দরজার সবুজ রং চুরি করে নিল সে, আর গোটা কাজুবাদামের জঙ্গলে তখন এক নক্ষত্র শুষে নিচ্ছিল সমস্ত বাক্সবন্দি মৌচাক-মধু।
কয়েকটা ডাবের খোলা সার্চ লাইটের আলোয় গড়াতে শুরু করে দিলে ভয় পেয়ে সব দূরে সরে যেও। তোমার বাড়ি আমার বাড়ি ঢেউএর তলায় সবাই কেবল বালি হয়ে পাড়ছে ক্রমাগত।
ঝাউ তোর আঙ্গুলগুলো এভাবে বাতাসে বাতাসে ক্ষয়ে যেতে যেতে কেবল আঁশটে গন্ধে বেঁচে থাকবে ছোটবেলার ড্রইং খাতা।
আর কত উড়ে যাবি ঝাউ? গ্রহ ও নক্ষত্রের অভিসন্ধি জানার মহাকাশ যান হয়ে ওঠে ঝনক ঝনক ঝাউ, সুই-ই-ই-ই-ই-ই-ই-ই, ঐ দূর বালুতট, ঐ সব চাঁদের কলঙ্ক। সসাগরা সমুদ্রের ফনা হাচড়ায়, পিছুটানে,ধুস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।