আমাদের কথা খুঁজে নিন

   

আমরাই ৯৯% (নিদারুণ সত্য, প্রেক্ষাপট বাংলাদেশ)

হ্যাঁ, আমরাই ৯৯% ভেবে দেখুন- কত বাজে স্বৈরাচারী গাদ্দাফি (তথাকথিত) আফ্রিকার মতো দেশে যে সুযোগ-সুবিধা দিয়েছেন। আমরা বাংলাদেশে গণতন্ত্রের কান্ডারী হয়ে যুগ যুগ গণতন্ত্রের (তথাকথিত নয় কি?) স্বাদ নিচ্ছি (নিচ্ছি কি?) তার তফাৎ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। ভেবে দেখুন আফ্রিকান স্বৈরাচার দক্ষিন এশিয়ান বাংলাদেশের গণতন্ত্রের (জঘন্যতন্ত্র) চাইতে কত কাঠি সরেস !!!!!!!!!!! তোরা যে যা বলিস ভাই আমার ঐ আফ্রিকান স্বৈরাচার-ই চাই। আরও ভাবুন- এস. আলম গ্রুপ, পারটেক্স গ্রুপ, স্কয়ার গ্রুপ, সানম্যান গ্রুপ এ রকম শ-খানেক গ্রুপের অধীনে কি বাংলাদেশ জিম্মি নয়। ভাবুন - তাদের উন্নত দেশে বাড়ি রয়েছে।

আমরা নিজ দেশে পরবাসী-মিথ্যা প্রমানের চেষ্টা করুন। (যদি দেশ প্রেমিক হয়ে থাকেন) ভালো করে ভাবুন - ঠিক রাতের বেলা ঘুমানোর আগেই ভাবুন- কোন কোন সুবিধা আমরা সরকার নামক পুতুলের কাছ থেকে পেয়ে থাকি ? রাত থেকে শুরু করবেন, নাকি দিনের শুরু থেকে শুরু করবেন ? ঠিক আছে দিনের শুরু থেকেই ধরা যাক- ‌গভীর একটা ঘুমের (কারণ গত দিন গতর খাটুনী খেটেছেন) পর চোখ মেলে দেখলেন-বিদু্ৎ নেই। দুর শালা। প্রকৃতির ডাকে সাড়া দিবেন-বাথরুমে যাবেন-সেটা কি স্বাস্থ্যসম্মত ? সরকার বানিয়ে দেয়নি নিশ্চই। আচ্ছা বাদ দেন, কলে পানি আছে ? জীবানুমুক্ত তো ? দাঁত ব্রাশ করবেন, নাকি ছাই, বালি এসব দিয়ে সারবেন ? এবার আসি সকালের নাশ্তা- আর কি তেল চুপচুপে পরোটা, নানরুটি (শহুরে হলে), গ্রাম্য হলেও সবার কপালে পিঠা জুটছে কি? ইত্যাদিতে নাশ্তা করবেন।

ও হ্যাঁ, বেক্সিমকোর ফ্লাটামিল ডিএস খাবেন, নাকি স্কয়ারেরটা খাবেন, হ্যাঁ গ্যাস প্রবলেমের কথা বলছি। সরকার নিশ্চয়ই আপনার স্বাস্থ্য নিয়ে ভাবেন-তাই না? তারপর কি করবেন? চাকরি না - কি ব্যবসা ? চাকরি হলে সেটা আছে কি-না, গোড়ায় না গেলে বুঝবেন কিভাবে? ওখানে অফিস পলিটিক্স হয় না বুঝি ? ভাগ্যের লাথি খেতে খেতে ৫টা বেজে যায়। কখনও সখনও রাত হয়। হয়না বুঝি????????????? সরকারী চাকরী না-কি!!!!!!!!!!!!!!!!!! হা-হা-হা তারপর বাঁদর ঝুলা (মাসে মাসে ভাড়া বেড়ে যাওয়া বাসে চড়ে জাহান্নামের টানেল পাড়ি) আহা কি সুখ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ঘরে এলেন-এটা নেই ওটা নেই এর সাথে বোনাস স্বরূপ বিদু্ৎ ও নেই। অন্ধকার হাতড়াতে হাতড়াতে বাজারে যাবেন।

সব জিনিস সস্তায়(!) পেয়ে যাবেন (কিন্তু পকেটে পর্যাপ্ত টাকা থাকলে তো) হায় আপনার সহায় তখন কে হবে (মৌলবাদী চিন্তা বাদ দিয়ে) গণতন্ত্রের সুফলের কথা ভাবুন। আফটার অল-আপনার বাক স্বাধীনতা (তথা গণতন্ত্র ভোগী হিসেবে স্বাধীনও বটে) আছে। গালি দিন। মন ভরে গালি দিন। ডিমওয়ালাকে গালি দিন।

তেলওয়ালাকে গালি দিন। সাধ্যের বাইরে গিয়ে এক থলে বাজার করে ঘরে ফিরলেন-দেখলেন তখনও উনি (বিদুৎ) আসেননি। গিন্নির ভালোবাসা পেতে আজ রাত ২টা বাজবে। এভাবে গল্পগুলো প্রায়ই একই রকম হয়ে যায়। আহা আমরা কি সুখী!!!!!!!!!!!!!!!!!! চলবে.............. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।