প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার উদযাপিত হয় বাবা দিবস। বাবা এমন একটি শব্দ যার সঙ্গে জড়িয়ে থাকে আস্থা নিরাপত্তা ও নির্ভরতার ছায়া। জীবনের প্রতিটি উত্থান-পতনে সন্তানকে যিনি আগলে রাখেন পরম দায়িত্বে। সন্তানের কাছে বাবা হয়ে ওঠেন ব্যক্তিত্ব গঠনের আদর্শ। শুধু তাই নয় তার ব্যক্তিত্বের ছাপ পড়ে পুরো পরিবারে।
এমনিতে বলা হয় ছেলেরা মায়ের প্রতি আর মেয়েদের বাবার প্রতি টান বেশি থাকে। কিন্তু এই সিদ্ধান্তও অনেক সময় একপেশে মনে হতে পারে। কারণ সন্তানের কাছে তার বাবাই আনপ্যারালাল। বাবার কাছে তেমনি ভেদ নেই ছেলে ও মেয়ের। তারা দুই-ই তার সন্তান।
সেখানে কোনো পক্ষপাতিত্ব নেই । নেই কোনো ভিন্ন চোখে দেখার প্রবণতা। বাবার মন তাই সব সময় সন্তানের মনের সঙ্গে বাঁধা পড়ে থাকে। তিনিও যে বর চান, ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’Ñ কিন্তু সে কথা কখনো তেমন করে কোথাও লেখা হয় না। বাবা দিবসে বাবারা ভালোবাসা নিন।
জয়িতার কাছে তার বাবাই সব। জন্মের সময় তার মা মারা যায়। এরপর বাবা আর বিয়ে করেননি। সব কিছু সামলে তবু একা বাবা তাকে এমনভাবে লালন-পালন করেছেন যে মায়ের অভাব সে বুঝতেই পারেনি। বাবার সুপার মার্কেটের ব্যবসা।
বাড়ির নিচতলায় দোকান। দিনরাত ২৪ ঘণ্টা বাবা এক রকম তাকে কোলে-কাঁখে করেই বড় করেছেন। বাবাই ছিল তার সার্বক্ষণিক বন্ধু, খেলার সাথী। সেই জয়িতা এবার ভিকরুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করল। তার জীবনে বাবার প্রভাব কতটুকু? এ প্রশ্নের উত্তরে জয়িতা বললো, আমার বাবা আমার পুরো অস্তিত্ব জুড়ে।
আমার সমস্ত শিক্ষা, অর্জন, মানুষের সঙ্গে কীভাবে চলতে-ফিরতে হবে, কোনটা ভালো-মন্দ Ñএসব কিছু আমার বাবার কাছ থেকেই শিখেছি। সবচেয়ে বড় কথা আমরা ভালো বন্ধু। দুনিয়ায় আমার যদি কোজ ফ্রেন্ড বলে কেউ থেকে থাকে তাহলে সে আমার বাবা। তার সঙ্গে আমি আমার সবকিছু শেয়ার করি, এমনকি বাবাও তার সমস্যা-অসুবিধার কথাগুলো আমার সাথে আলোচনা করে। আমি বন্ধু-বান্ধবীদের চেয়েও বাবার সঙ্গে গল্প করে বেশি আনন্দ পাই।
আমার জীবনের বড় শিক্ষক এবং গাইড বাবা। তিনি আমার জীবনের আদর্শ। এমন বাবা পেয়ে মেয়ে হিসেবে আমি খুব গর্ব অনুভব করি। আমার কাছে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।
প্রজ্ঞা ও পারমিতা দুই বোন।
প্রজ্ঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে অনার্স করছে। পারমিতা কামরুননেসা স্কুলে পড়ছে। ছিমছাম একটি পরিবার তাদের। বাবা একটি কলেজে অধ্যাপনা করেন। মা একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা।
একটি মেয়ের জীবনে বাবার প্রভাব কতটুকু? এ প্রশ্নের উত্তরে প্রজ্ঞা বললেন, বাবা হচ্ছেন একটি পরিবারের ছাতার মতো, নির্ভরতার প্রতীক। মেয়ের কাছে বাবাই হলো তার দেখা প্রথম পরুষ। তাই একটি মেয়ের জীবনে বাবার ভূমিকা অনেক। আমাদের পরিবারের কথা বলি, এখানে আমরা সবাই বন্ধু। সন্ধ্যায় পরিবারের সবাই যখন একসাথে হই স্রেফ ঘনিষ্ঠ বন্ধুদের মতোই আমরা চুটিয়ে আড্ডা দিই।
পারমিতা বলল, আমার এক বান্ধবী আমাদের বাসায় এসে এরকম ফ্রেন্ডলি পরিবেশ দেখে দুঃখ করে বলেছিল, ওর বাবা খুব রাগি আর গম্ভীর। তার সঙ্গে এ রকম বন্ধুর মতো আড্ডা দেওয়ার কথা তারা ভাইবোনেরা স্বপ্নেও ভাবতে পারে না। তবে আমার বাবা কেবল আমাদের ভালো বন্ধুই নন, শিক্ষক, পরামর্শকও। মায়ের চেয়ে বাবার সাথেই আমাদের দু’বোনের খাতির বেশি। যেকোনো সমস্যায় পড়লে আমরা প্রথমে বাবাকে জানাই।
বাবা আমাদের সমাধান দেন। এমনকি আমি যদি কোনো ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিই, বাবা বুঝিয়ে-সুঝিয়ে নিরস্ত করতে না পারলেও কখনো জোর করেন না। কারণ ভুল থেকে যাতে আমি শিক্ষা নিতে পারি।
বাবার জন্য উপহার
বাবা দিবসে বাবাকে কীভাবে শুভেচ্ছা জানাবেন, কী উপহার দিবেনÑ ভেবে পাচ্ছেন না? সবার আগে ভেবে দেখুন আপনার বাবা কেমন মেজাজের মানুষ, তার পছন্দ-অপছন্দ কী। তিনি যদি বই, পত্র-পত্রিকা অথবা দেশ-বিদেশের রাজনীতির খবর রাখতে ভালবাসেন তাহলে তার পছন্দের কোনো লেখকের বই, রাজনীতি বিষয়ক তার প্রিয় ম্যাগাজিন কিনে উপহার দিন।
যদি ছবি দেখতে ভালবাসেন তবে প্রিয় পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীর ছবির ডিভিডি দিতে পারেন। খেতে ভালবাসলে নিজেই বাবার প্রিয় কোনো খাবারের মেন্যু তৈরি করুন। পোশাকের প্রতি বাবার দুর্বলতা থাকলে জামাকাপড় গিফট করুন। ঘুরতে ভালবাসলে বাবাকে নিয়ে বেরিয়ে পড়–ন, চলে যান শহরের ভিতরে অথবা শহরের বাইরে এমন কোথাও যেখানে আপনার বাবা এখনো যাননি। আর বাবা আড্ডা প্রিয় মানুষ হলে তার প্রিয় কোনো মানুষকে বাসায় এনে হাজির করে চমকে দিতে পারেন, তারপর চলুক তুমুল আড্ডা।
এছাড়া টুকিটাকি গিফট আইটেম তো রইলই। যেমনÑ ফুল, কার্ড, মাটির জিনিসপত্র ইত্যাদি। আসল কথা হলো বাবাকে কীভাবে খুশি করবেন সেটা। সুতরাং এমন কিছু দিন বা করুন যাতে আপনি বাবার সাথে দিনটিকে স্মরণীয় করে রাখতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।