আমার এলোমেলো কথা
গতকাল প্রথম আলোতে এক বিশেষ প্রতিবেদন ছিলো বিশেষ কিছু জিপিএ ৫ পাওয়া মেধাবীদের নিয়ে।
আমার নিজের ঐ দিনগুলোর কথা মনে পড়লো। আমিও মোটামুটি ভাল ফলাফল করেছিলাম। কিন্তু কখনও না খাইয়ে আমার মা আমাকে পরীক্ষা দিতে পাঠাননি। আমার বাবা খুব বড় কোন চাকুরী করতেন না, তবু কখনও পড়াশোনার ব্যাপারে খরচ করতে দ্বিধা করেননি।
আমার সাথে মিরা, সবুজ, তুলি, মেহেদী, আনিস, শাজাহানদের কতো তফাত!
আমি শুধু ভাবি, আমাকেও যদি রাতে ভাত খেতে পাবো কি পাবো না চিন্তা করতে করতে পড়াশোনা করতে হত...হঠাৎ কেরোসিন ফুরিয়ে গেলে বই বন্ধ করে ঘুমিয়ে যেতে হত... তাহলে আমি আসলে কতটুকু উৎসাহ নিয়ে পড়াশোনা করতাম...কি ফলাফল হত আমার...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।