আমাদের কথা খুঁজে নিন

   

ওরা তাহলে দুর্বৃত্ত নন!



বিউটি আপা, মানে প্যাট্রিসিয়া বিউটেনিসরা এ দেশের রাজনীতি নিয়ে যে কোনো কথা বললেই আমার রাগ লাগে। আরো রাগ লাগে যখন দেখি আমাদের রাজনীতিবিদরা তাদের বড় বেশি পাত্তা দেন। সংবাদ মাধ্যমের উপায় কি সে সব খবর উপেক্ষা করে! কাজেই বিউটি আপারা শিরোনাম হতেই থাকেন। কিন্তু চলে যাওয়ার আগে তার বলা একটি কথা বেশ মজা লাগলো। আরো মজা পেলাম, যখন দেখলাম আজ সেটা সত্যিই হলো।

দেশে এখন রাজনীতি নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে শেখ হাসিনার দেশে ফেরার দিনে তাকে অভ্যর্থনা জানানোর অপরাধে বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আজ দেখলাম এই নিষেধাজ্ঞার মধ্যেও দিব্যি বুক ফুলিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হলো। পুলিশ, আর বিশেষ করে আইন উপদেষ্টার প্রতিক্রিয়াটা এখন জানতে খুব ইচ্ছে করছে। ঘরোয়া রাজনীতির সুযোগ দিলে যে রাজনৈতিক দুর্বৃত্তদের সুযোগ করে দেওয়া হবে, এরা তাহলে তাদের দলে পড়েন না! কিন্তু হায়! এদের প্রায় সবাই যে গত পনেরো-কুড়ি বছরে বাংলাদেশের রাজনীতির হালুয়া-রুটির ভাগ পেয়েছেন।

এখন তারা সাধু সাজছেন! এমন সাধুদের আমরা আগেও দেখেছি। জাগদল, বিএনপি কিংবা জনদল, জাতীয় পার্টি হওয়ার সময়ও এরা অনেকেই সক্রিয় ছিলেন। এদের নিয়েই রাজনীতিতে পরিবর্তন আনা হবে, আর এই পরিবর্তনের বলি হতে হবে হাসিনা-খালেদাকে! বলিহারি ব্যাপার বটে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.