মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! অপেক্ষার প্রহর শেষে কেউ একজন আসুক । কেউ একজন যে না চাইতেই, ভালোবাসার সব অঞ্জলি লুটিয়ে দিবে । সমস্ত শুভকামনা তুমি আমায় দিলে ! কিন্তু এই এতো শুভকামনা আমি কিভাবে নিবো? কে বলো না চাইতেই, তার ভালোবাসার সব অঞ্জলি আমায় দিবে? আমি যার কাছে চাইলাম, সেই তো আমায় ফিরিয়ে দিলো! আমি আর কার কাছে চাইবো? ভিক্ষে চাইলেও তো মানুষ ভিক্ষে দেয়! সামান্য দু চার টাকাই তো! কিন্তু ভালোবাসা? দিবে কি চাইলেই তোমার ভালোবাসা? চাইলেই কি পাওয়া যায় সব কিছু? শুভকামনা জানালে আমায়, যেন না চাইতেই কারও ভালোবাসা পাই! কিন্তু তোমার কাছে তো আমি চেয়ে চেয়ে হয়রান। তুমি এটা কেন বোঝো না, তোমার মাঝেই যে আমি ভালোবাসা খুঁজে ফিরি। তুমিই তো সেই যার কাছে, আমার ভালোবাসার সমস্ত অঞ্জলি জমা রাখা। তবে কি তোমার শুভকামনা মিছে আশা নয়? যদি আমায় ভালো না ই বাসো, তবে কেন এই মিছে শুভকামনা? তোমায় ছাড়া বলো আমি কি করে ভালো থাকি? - একজন আরমান ১৬/০৪/২০১৩ রাত ০৩:৩৬:৪২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।