১৯৭১ সালের ঘাতক রাজাকারদের নির্মম অত্যাচার স্মরণ করে রাখতে একজন মুক্তিযোদ্ধা "আল-রাজাকার" নামে একটি চিকিতসা কেন্দ্র খুলেছেন। রাজশাহীর বাগমার উপজেলা তাহেরপুর ডিগ্রি কলেজের পাশে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সামাদ মন্ডল তার চিকিতসা কেন্দ্রের এই নাম করণ করেন। চিকিতসা কেন্দ্রের নাম "আল-রাজাকার" রাখা প্রসঙ্গে মুক্তিযোদ্ধা ডাক্তার সামাদ বলেন-আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে পাক বাহিনীদের খতম করলেও আমাদের বড় শত্রু রাজাকার। এখনো তারা এই দেশ শাসন করে চলেছে। আমরা দিন দিন তাদের অত্যাচার-নির্যাতন ভুলে যাচ্ছি। রাজাকার শব্দটি আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই রাজাকার শব্দটি চিরদিন ঘৃনাভরে স্মরণ করে রাখা এবং তাদের অত্যাচার নির্যাতন যেন ভুলে না যাই এই কারণে আমার চিকিতসা কেন্দ্রের নাম দিয়েছি-"আল-রাজাকার হোমিও চিকিতসালয়"। এই নাম দেখে সবাই রাজাকারদের ঘৃনা করুক এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রদ্ধা করুক এটাই আমার প্রত্যাশা।
তথ্যসূত্র - দৈনিক ইততেফাক, ১১ জুন ২০০৭ সোমবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।