আমাদের কথা খুঁজে নিন

   

সোভিয়েত ইউনিয়ণে গিয়ে শেখ মুজিবের চিকিতসা নিয়ে (পরোক্ষ ভাবে) তাজউদ্দিন আহমেদের তাচ্ছিল্য ভরা ঠাট্টা মশকরা!!

এহহামিদা'র ব্লগ!!

তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি নেতৃত্ব দেন!!তবে মুজিব এই মানুষটিকে যথাযথ মর্যাদা দেয় নি!! বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুজিব পাকিস্থানের কারাগার থেকে ফিরে এসে, তাজউদ্দিন আহমেদকে আম্বালীগের প্রথম কাউন্সিল অধিবেশনেই আম্বালীগের সাধারন সম্পাদক পদ থেকে সরিয়ে দেয় ও জিল্লুর রহমান নিযুক্ত করে!! ******************************************************************** ******************************************************************** "....... I had to bury a huge pain in the hearts of my heart. Mujib bhai who was embedded in my mind forever, Mujib bhai who over the years became part of my being, that Mujib bhai never asked me, even for a day, Tajuddin what did you do in 71 when I was away. Never asked Tajuddin, you tell me, I'd like to hear about 71....." My Childhood in 1971 and my dad Tajuddin Ahmad: Shimeen Hussain Rimi ******************************************************************** ******************************************************************** তাজউদ্দিন আহমেদের সবচেয়ে বড় দু:খ ছিল মুজিব তার কাছে একবারও মুক্তিযুদ্ধের সময়ের ঘটনাগুলো জানতে চান নি!! এই ব্যাথাটি তাজউদ্দিন আহমেদকে কুড়েকুড়ে খাচ্ছিল!! এখন আসি আসল কথায়!! মুজিব ১৯৭৪ সালের ১৯ শে মার্চ চিকিতসার জন্য সোভিয়েত ইউনিয়নে যায়!! মস্কো হাসপাতালে চিকিতসা নেয়!! ১৯৭৪ সালেরই ৩ রা এপ্রিলে তাজউদ্দিনের আহমেদ এক ভাষনে এই ব্যাপারটা নিয়ে তাচ্ছিল্য মিস্রিত ঠাট্টা করে!! তাজউদ্দিন আহমেদের ভাষায়, ******************************************************************** ******************************************************************** আমাদের দেশের গ্রামের লোক গুলোকে দেখেছি নিজে, আমি এগুলোকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াতাম ছোট বেলায়, এখন সময় পাই না বলে পারি না, বহুদিন অসুখের ভিতরে কাশি এটা সেটা মনে হয় যেন যক্ষা হয়ে গেছে। আসলে কিছু না ঐ যে জামা কাপড় পৌষ মাসে গায়ে দিতে পারে না, ভাল ঘর নাই, এই এই পাটখড়ির বেড়া আছে, ফুরফুরে বাতাস আসে, সে এই সমস্ত অবস্থার ভিতরে থেকে এই অবস্থা এই লোক গুলোকে দেখেন এক ডোজ অষুদ দিলে ভাল হয়ে যাবে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন আমার এই কথা যদি কেউ না দেইকা থাকেন..ডাক্তার খানায় নিয়া সাধারন এক ডোজ অসুধ দিলে দেখবেন এই লোকটা তাড়াতাড়ি ভাল হইয়া গেছে। আর আপনার আমার একটু খুচখুচানি গলা এইটা তো দেখবেন যে কোথায় কোথায় যাইয়া তারপর এইটাকে ঠিক করতে হয় (সম্মিলিত অট্ট হাসি... তাজউদ্দিন ও হাসছেন) (এরপর তাচ্ছিল্যের সাথে) তাও কি ছাড়ে!! (আবার হাসি)। ******************************************************************* ******************************************************************* ভাষনটি পাবেন এখানে (১৯:৪৯ থেকে ২০:৪৪মিনিট) http://www.tajuddinahmad.com/resources.htm Audio Audio Lecture, April 3, 1974: Finance Minister Tajuddin Ahmad delivered a lecture on Bangladesh Agriculture at a conference initiated by the United Nations Department of Food and Agriculture, United Nations Development Programme and the Government of Bangladesh. The Dhaka Atomic Energy Commission organized the conference. A portion of this lecture is missing due to a now incomplete audio cassette recording. এরপর বাংলাদেশে দুর্ভিক্ষ লাগে!! তাজউদ্দিন-মুজিব সম্পর্কের চরম অবনতি ঘটতে থাকে!! তাজ্উদ্দিন সরাসরি সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে কথা বলতে থাকে দুর্ভিক্ষ শুরু হওয়ার আগে থেকেই!! বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি ভেংগে পড়ারও জানান দেন তাজ্উদ্দিন, দুর্ভিক্ষ শুরু হওয়ার কিছুদিন আগেই!! এরপর মুজিব প্রথমে তাজউদ্দিনের পক্ষের মন্ত্রিদেরকে মন্ত্রী সভা থেকে বের করে দেয় এবং তাজউদ্দিনকে পদত্যাগে বাধ্য করে ১৯৭৪ এর ২৬ শে অক্টোবর!! পরবর্তীতে মুজিব বাকশাল গঠন করলেও বাকশালেও তাজউদ্দিনের জায়গা হয় নি!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.