আমাদের কথা খুঁজে নিন

   

চক্ষু দিও না

পরিবর্তনের জন্য লেখালেখি

চক্ষু দিও না প্রভু চক্ষে ধরে জ্বালা দেখিতে দিও না তোমার আলো আঁধার কালা সাদা রঙে রাঙাই যদি সুখের বৃন্দাবন দেখি সেথায় লালে -নীলে হয় রক্তক্ষরণ (তারপর) বুকের ভিতর আয়না ঢেকে কালো কষ্ট ঢালা জানিতে দিও না তোমার আলো আঁধার কালা।। চোখের আলোয় চোখ দেখিরে চক্ষের নাই জ্যোতি সত্য দেখি , মিথ্যা দেখি, কলির কি বা ক্ষতি? আসমানী রঙ ধুসর হলে নাইরে রঙিন মন মণের দরে মন বেঁচে দেয় রঙধনু এখন হলুদ আগুন সবুজ পরান করিলো নিরালা বুঝিতে দিও না তোমার আলো আঁধার কালা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।