আমি মুক্ত মনে করেন এক ২৫ বছরের মা, যার দুটো ছোটা বাচ্চা আছে...কিন্তু তার লাঙ্গ নষ্ট হয়ে গেছে...কোনো মৃত ব্যাক্তির লাঙ্গ যদি তার দেহে প্রতিস্থাপনের পর সে আরো ৫-১০ বছর বাঁচে তাহলে ওই লাশের কি কনো ক্ষতি হবে? ওটা মাটি দিলে এমনিতেই পচে যাবে, কিন্তু ২টি শিশু মাকে আরো কয়েক বছর কাছে পাবে...নিজেকে মানুষ করার সুযোগ পাবে........ মৃত্যুর পরেও ১৪/১৫ টা ওরগ্যান প্রতিস্থাপন করা যায়। যেমনঃ "চোখ"এখন আমার এই চোখ দ্বারা যদি অন্য একজন অন্ধ ব্যাক্তি এই পৃথিবীর এই সুন্দর রুপ দেখতে পারে তাহলে এই চোখ দান করতে আমার তো ভালই লাগবে , কারন এই চোখের জন্য যে এই পৃথিবীতে দেখতে পাবে তার মনে কি আমার জন্য কোন দোয়া আসবে না? আর আমার দেহ সৎকার করলে (কবর দিলে এক সময় না এক সময় পচবেই আর দাহ করলেই তো সাথে সাথে ই ছাই) তো কারো কোন উপকার হল না চোখের মত এমন অনেকেই আছেন অন্য ওরগ্যান নিয়ে আরও কিছু দিন হয়ত বেশী বাচতে পারবে একি কম আন্দনের বিষয় যারা এই বিষয়ে উতসাহী তারা নিম্নের লিঙ্কে বিস্তারিত পাবেন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।