গবেষকরা জানিয়েছেন, এ যান্ত্রিক পোশাকটি কাজসংক্রান্ত হতাহতের ঝুঁকি কমিয়ে আনতে পারবে। পাশাপাশি একজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, শ্রমিকদের এটিও মাথায় রাখতে হবে যে, পোশাকটি তাদের পূর্ণ নিরাপত্তা দেবে না। এ বিষয়ে তাদের নিজেদেরও সাবধান থাকতে হবে।
গবেষণাদলটির সঙ্গে ইটালিয়ান গাড়ি উৎপাদক প্রতিষ্ঠান ফিয়াট এবং ফ্রান্সের বাতিল গাড়িকে উপোযোগী করে তোলা প্রতিষ্ঠান ইন্দ্রাও কাজ করছে। প্রতিষ্ঠানগুলো পরামর্শ দিচ্ছে, ঠিক কোন অবস্থায় পোশাকটির প্রয়োজন পড়বে। এ ছাড়াও বিশেষ এ পোশাকটি তাদের প্রতিষ্ঠানে পরীক্ষা করার সুযোগ করে দেবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ এ পোশাকটি নির্মাণে এ পর্যন্ত ৪৫ লাখ ইউরো অনুদান দিয়েছে, জানিয়েছে বিবিসি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজরাফ/ওএসপি/এইচবি/আরএস/সেপ্টেম্বর ১২/১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।