আমাদের কথা খুঁজে নিন

   

অস্ফুট শব্দহাতের লেখা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

তোমার শব্দেরা মরে গেছে? একটা কিছু বলো, উহ, আহ শব্দকোষ থেকে একটা অর্থহীন যুক্ত অক্ষরে একটা নৈর্ব্যাক্তিক সূচিত স্ফুরণে একটা উচ্চারণের ছন্দ বলো, ঠিক এইখানে এই বাক্যের পরে একটা যতিচিন্থের দরকার কিনা বলো! একটা শেষ অথবা শুরুর আর্তি একটা শব্দের গাথুঁনি, ছিন্নভিন্ন অনুভূতি জলাভূমে, মরুভূমে, পাহাড়ে আষাঢ়ে, রোদে বাতাস মাতালে ঝড় ঝড়ালে আড়ালে চোখের পলকবিধি ঠোট নেড়ে অস্ফুট শব্দহাতের লেখা একটা উচ্চারণও ছেড়ে দেও এই অন্তরস্নাত বেলা দেখো, কেমন যুৎসই বসে যায় কবিতাবদ্ধ দেহে সব শব্দের শবে তারপর নিশ্বাস রবে দেখো, এবারই আর নয় বলে মলে দেব সবটুকু বাড়াবাড়ি সবটুকু ক্ষয়িত সময়ের বুকে মুছে দেব সর্পিল হামাগুড়ি এতটুকুতে হতে পারে পূরণ এতটুকুতেই মেটাবো ক্ষুধা একটা শব্দে কেমন হতে পারে বাঁচা, নির্বপিত কামজাগা হুশ করে তাড়াবো বাড়ন্ত মেদ লালস্য ক্ষেদ, ছুটে লুটে দৌড়ে ঠিকমত উপস্থিতি একদম আলস্যে হবে না ভুলগুলি বলো একটা উচ্চারণ, তোমার বুকে যা বলছো অনুক্ষণ এইবার তাকে দিয়ে দাও কবিতার আলিংগন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।