রাত তিটে বেজে দশ,টেবিল ল্যাম্পটা গরমে যেন তাওয়া টিক টিক টিক সেকেন্ডের কাটা টা যেন রেস খেলছে শিথিল হয়ে আসা পানির ট্যাপটা টপ!টপ!করে ব্যাঙ্গ করে যাচ্ছে সিগারেট টা পুড়ে নিঃশ্ষেশ, ফিল্টার টা তবু ধরে আছি হাতে ছাইটা যেন আমারই মত, নিশ্বেষ কিন্তু অস্তিত্বটা আছে অন্ধকার বেশ জমাট বাধা, বিবেকটার মতই নির্বিকার নিজের ছায়াটা যেন এক আততায়ী, হঠাৎ ঝাপ দিবে!! কলমটায় কালি আছে, কিন্তু শব্দহীন বিবর, অর্থব অনেকটা এগিয়ে লেখাটা থেমে আছে, অসীম সম্ভাবনায় বন্ধি কিন্তু ফাঁকা মস্তিস্ক বেইমানি করে ছুড়ে ফেলে দেয়া অপূর্ন কিছু আর্বজনায় পরিনত কাগজে রূপান্তরীত করে হেরে যাওয়া সেই স্বপ্নের মত আর্তনাদেই সীমাবদ্ধ আছে আর একটু কি আগাতে পারবনা? আর একটু!! অল্প কিছু লাইন লিখে তোমাদের ঘুমন্ত বিবেক টায় শূল বেদনার আঘাত হেনে নতুন আশা ভরা ভোরের আলোয় কুয়াশায় স্নাত নতুন ভোরের দেখা কি পাবনা???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।