আমাদের কথা খুঁজে নিন

   

দৈনিক দিনকাল এবং ছবি নিয়ে বাটপারি! খালেদা জিয়ার জনসভায় এক কুমিরের ছানা দশবার দেখানো!

জাদুনগরের কড়চা

দৈনিক দিনকাল এরশাদীয় আমলের এক কুমিরের ছানাকে দশবার দেখানোর আপ্তবাক্যকে মনে রেখেছে। তাই ৩১শে মে তারিখে জিয়ার মৃত্যুবার্ষিকীতে জনসমাবেশের যে ছবি তারা দিয়েছে, তার মধ্যে বেশ কিছু অংশই জাল!! অনেক লোক হয়েছে বোঝানোর জন্য তারা ফটোশপ দিয়ে অল্প কিছু লোককে কপি-পেস্ট করে অনেক লোক বানিয়েছে!! বিশ্বাস হচ্ছেনা?? দেখুন ছবিটা, আমি দুইটা উদাহরণ লাল বৃত্ত আর হলুদ বৃত্ত এঁকে দেখিয়েছি। বাম দিকের দুইজনকে দেখতে পাবেন মাঝখানে। কেনো এরকম করতে চেষ্টা করেছে দিনকাল, কে জানে। মানুষ তো আর এতো বোকা নয় যে ঘোল খাবে। "বিএনপির জনসভায় মানুষের ঢল নেমেছে" -এই টাইপের বিশাল চাপা দেখতে পাবেন এই রিপোর্টে। (জোচ্চুরিটা ভালো করে দেখতে হলে ছবিটা ফুল সাইজে সেইভ করে তার পর জুম করে আমার আঁকা বৃত্ত গুলো দেখুন)। কে এই নির্লজ্জ রিপোর্টার, ফটোশপার, আর কে এই সম্পাদক যে এরকম জোচ্চুরিকে অনুমোদন দিয়েছে, তা জানা দরকার। সাংবাদিকতার মৌলিক দিক হলো সত্যনিষ্ঠতা, দৈনিক দিনকাল তা থেকে অনেক অনেক দূরে - তা আবারো প্রমাণ করলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.