আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-৩)



[লেখক-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান] এই পর্যায়ে বাংলাদেশী জাতীয়তাবাদের মূল বিষয়গুলো ব্যাখ্যার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে--যা ছাড়া জাতীয়তাবাদী দর্শনের আন্দোলন এবং মূল লক্ষ্য অর্থাৎ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কাজ হয়ে পড়বে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিভ্রান্তিকর। আমরা বলতে পারি, বাংলাদেশী জাতীয়তাবাদে মোটামুটি সাতটি মৌলিক বিবেচ্য বিষয় রয়েছে, যা হচ্ছে: ১. বাংলাদেশের ভূমি অর্থাৎ আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী আমাদের ভৌগোলিক ও রাজনৈতিক এলাকা; ২. ধর্ম ও গোত্র নির্বিশেষে দেশের জনগণ; ৩. আমাদের ভাষা বাংলা ভাষা; ৪. আমাদের সংস্কৃতি--জনগণের আশা-আকাক্স, উদ্দীপনা ও আন্তর্জাতিকতার ধারক ও বাহক আমাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি; ৫. দুশো বছর উপনিবেশ থাকার প্রেক্ষাপটে বিশেষ অর্থনৈতিক বিবেচনার বৈপ্লবিক দিক; ৬. আমাদের ধর্ম--প্রতিটি নারী ও পুরুষের অবাধে তাদের নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও রীতি-নীতি পালনের পূর্ণ স্বাধীনতা; ৭. সর্বোপরি আমাদের ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধ, যার মধ্য দিয়ে আমদের বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন বাস্তব ও চূড়ান্ত রূপ লাভ করেছে। আগের পর্বগুলি পড়ুন: বাংলাদেশী জাতীয়তাবাদ বাংলাদেশী জাতীয়তাবাদ (পর্ব-২)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.