আমাদের কথা খুঁজে নিন

   

সুনীলের 'দেহতত্ত্ব'

আপাততঃ খই ভাজি...

(ভাল লাগা এ কবিতাটি প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তার কাব্যসমগ্র-২ থেকে হুবহু টাইপ করে তুলে দিলাম) কি ঘর বানাইছে দ্যাখো সাহেব কোম্পানী এক অঙ্গে লক্ষ মুখ শতেক বাখানি কী ঘর বানাইছে দ্যাখো সাহেব কোম্পানী ঘরের মধ্যে অগ্নিকুন্ড ঘরেই পুষ্করিণী তারই মধ্যে উথাল পাথাল ঘরের মানুষ যিনি আহা কি ঘর বানাইছে দ্যাখো... ঘরে ভোমরা গুনগুন করে ঘরে ডাকে ময়না আর চক্ষের জলে হাপুস হুপুস ঘরে কেহই রয় না আহা কি ঘর বানাইছে... ঘরে ইন্দুর ঘুরঘুর করে বিড়ালে ধায় পিছে আর ইন্দুর বিড়াল দুই বন্ধু একসঙ্গে হাসিছে আহা কি ঘর... ঘরের শোভার নাই তুলনা রোশনি হাজার হাজার ঘরের মধ্যেই নিউ মারকিট ঘরেই চোরাবাজার আহা... ঘরের দেয়াল ফঙ্গবেনে প্রলয় নাচে বাইরে সুনীল ক্ষ্যাপা কয়রে আমি তাইরে নাইরে নাইরে আমি তাইরে নাইরে নাইরে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.