আমাদের কথা খুঁজে নিন

   

সুনীলের কবিতা বিষয়ক কবিতা: আঙুলের রক্ত

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

অল্প বিস্তর চটি গল্প বা উপন্যাস ছাড়া সুনীল গাঙ্গুলীর বাদবাকী গদ্য বেশ ভালো লাগে। তবে ওনার কবিতার তেমন ভক্ত না। আজ উলটাইয়া পালটাইয়া দেখতে গিয়া এই কবিতাটা বেশ পছন্দ হইলো। আঙুলের রক্ত -------------- ঘর শব্দটি কবিতার মধ্যে এলে আমি তার দরজা দেখতে পাই না অথচ দরজা শব্দটির একদিকে ঘর, আর একদিকে বারান্দা বারান্দার পাশেই নিম গাছ আমার শৈশবের নিম গাছের স্মৃতির ওপর বসে আছে একটা ইস্টিকুটুম পাখি যদি ঐ পাখিটিকে আমি কখনো কবিতার খাঁচায় বসাই নি শব্দের নিজস্ব ছবি তা শব্দেরই নিজস্ব ছবি শরীরর শিহরন যেন মাটির প্রতিমার সর্বক্ষণ চেয়ে থাকা যেমন পাথর ধুলো হয়ে যায় কিন্তু জল বার বার ফিরে আসে কবিতায় কে যে কখন আসে জানি না শুধু আমার আঙুল কেটে রক্ত পড়লে তা নিয়ে কবিতা লেখা হয় না। ---

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.