বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
গতকাল আড্ডায় প্রকাশিত শিবির সভাপতির সাক্ষাতকার দেখে বেদনার্ত হয়ে উঠে সকল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের মননগুলো। এদেরকে প্রতিহত করার সমস্টিগত বোধ ও শক্তি প্রবল হয়ে উঠে যখন আমরা দেখি জামাত শিবিরের ঘাতকদের অবিশ্বাস্য ঔদ্ধত্য এখনও বাস করে। যখন দেখি নির্লজ্জভাবে এরা অস্বীকার করে ইতিহাসের পাতাকে।
এদের মধ্যে অপরাধবোধ নেই। এরা নির্বিকার, এরা মানবতার শত্রু।
আমাদের আশেপাশে এদের অবস্থান ভয়ানকভাবে বিপজ্জনক। কখনও মুক্তিযুদ্ধের মুখোশ পড়ে, কখনও জাতীয়তাবাদীদের ঘাড়ে চেপে, কখনও ধর্মের আবরণে এরা দ্রুত ছড়াচ্ছে আমাদের সমাজে ভাইরাসের মতো। এদেরকে প্রতিহত করতে হলে একাততরে এদের ঘৃণ্য ভূমিকার চিত্র ছড়িয়ে দিতে হবে চারদিকে। যুদ্ধাপরাধী জামাত শিবিরের ঘাতকদের মুখোশ খুলে দিতে হবে। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হলে এটাকে জনপ্রিয় সামাজিক আন্দোলনে রুপ দিতে হবে।
মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্রের সৌজন্যে একাততরের ঘাতক ও দালালদের ৭১'এর জেনোসাইড নিয়ে তৈরী সচিত্র বুকলেটটি আপনাদের জন্য তুলে দিলাম (কৃতজ্ঞতা ব্লগ: সুচিন্তা)। প্রচার করুন বুকলেটটি। প্রামাণ্য দলিল হিসেবে রাখুন আপনার হাতের নাগালে। তারপর মৌলবাদী জামাত-শিবির ও তাদের পৃষ্ঠপোষকদর চিহ্নিত করে তাদের প্রতিরোধ করুন। ঘাতকদের বিচার তরান্বিত করে উল্টে দিতে হবে ইতিহাসের কাঁটাকে।
মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিলে একাততরের ঘাতক ও সহযোগী জামাত-শিবিরের শ্যাওলাগুলো সমাজের বিভিন্ন স্তরে জমতে পারবে না। ঘাতকদের জন্য ক্ষমা নেই, করুণা নেই। নেই স্বস্তি ও নিরাপদ অভয়াশ্রম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।