শুরু করলাম ব্লগিং জগতে পদার্পণ। জানিনা কতটুকু সফল হতে পারব। তারপরেও চেষ্টা চালিয়ে যাব। সবার নিঃস্বার্থ নিরন্তর সহযোগিতা চাই। শুধু একদিন নয়, প্রতিনিয়তই, প্রতিদিনই আপনাদের এই সহযোগিতা আমার সর্বদা কাম্য।
ভালো থাকা হয় যেন। শুভম, মঙ্গলম। “বিশ্বাস ঘাতকদের স্বদেশ প্রেম”
- এম. এ. এস মানিক
মা’গো (!)
আমরা তোমায় ভালবাসি বলে-
৭১’এ দেশদ্রোহী থেকেও
আজও তোমার স্বাধীন ভূমি
জননেতা সেজে বহাল তবিয়তে বেঁচে আছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
“মুক্তিযোদ্ধা” নামক তোমার বীর সন্তানদের
৭১’এ মেরে কুকুরে খাইয়েছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
সেদিন তাঁদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করে
ঘর-বাড়ী আগুনে জ্বালিয়েছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
তাদের বুড়ো ‘বাপ-মা’-কে নিমর্মভাবে নির্যাতন করে
সুন্দরী মেয়ে আর বউটাকে জোর করে ব্যাংকারে
নিয়ে গিয়ে একসাথে ধর্ষণ করেছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
৭১’এ তোমার সোনার সন্তানদের রক্ত পান করে
বিনা সৎকারে একসাথে গর্তে পুরে বধ্যভূমি বানিয়েছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
৫২’-তে তোমার শেখানো ভাষাটা কেড়ে নিতে
‘নয়’ মাস ধরে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছি।
পারিনি ‘মা’ তোমার বীর সন্তানদের
জং ধরা রাইফেলটার সাথে।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
তোমার বীর সন্তানদের সম্মান জানানোর নামে
আজও স্বাধীন ভূমিতে পরিহাস করছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
আজও অন্যের বাগানের চোরা ফুল দিয়ে
২১, ২৬ আর ১৬ পালন করছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
বছরে মাত্র ‘তিন’টি দিন গিয়ে
শহীদ মিনারের পবিত্র বেদী’টা
পদধূলী দিয়ে কলুষিত করছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
তোমার সন্তানদের বেকারত্ব দূর করতে
হাতে অস্ত্র তুলে দিয়ে
সন্ত্রাসী নামক জনপ্রিয় পদে চাকরি দিয়েছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
তোমার সন্তানদের দুঃখ-বেদনা সইতে পারিনা,
তাইতো ‘মা’ একটু প্রশান্তির জন্য
হাতে ফেন্সিডিল আর হেরোইন ধরিয়ে দিয়েছি।
মা’গো (!),
আমরা তোমায় ভালবাসি বলে-
তোমার হতভাগা সন্তানদের রক্তে গড়া প্রাসাদে
এসি’র পরশে অঘোরে ঘুমাচ্ছি।
মা’গো (!),
জন্মভূমি ‘মা’ আমাদের আর্শীবাদ কর,
যেন তোমার সন্তানদের নরকে ভাসিয়ে
আমরা স্বর্গে যেতে পারি,
এই আমাদের প্রার্থনা।
কৈফিয়ত : আমার এ কবিতাটা আজ থেকে প্রায় ১১ বছর আগে অর্থাৎ ২০০০ সালের শুরুতে লেখা। হয়তো এ ব্যাপারে অনেকে অনেক কিছুই মনে করতে পারেন, আবার কেউ কেউ ফাও উড়িয়ে দিতে পারেন। যাক...সেটা আপনাদের কাছেই সর্মপন করছি।
===================================
"আলোতে থাকুন, ভালোতে থাকুন" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।