মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
২০০৭ সালে বিভিন্ন ক্যাটেগরিতে অস্কার বিজয়ী মুভি প্রদর্শন করা হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উদ্যোগে নগরীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে প্রদর্শনীটি চলছে। গতকাল বিকাল ৫টায় বেস্ট অরিজিনাল স্কোরের জন্য অস্কার উইনার বাবেল প্রদর্শনের মাধ্যমে তিনদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। আজ সকাল ১১টায় দেখানো হবে বেস্ট ভিজুয়াল ইফেক্ট জয়ী পাইরেটস অফ দি ক্যারিবিয়ান, বিকাল ৫টায় বেস্ট কোঅ্যাক্টর ও বেস্ট অরিজিনাল স্কৃন প্লে উইনার লিটল মিস সানশাইন এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বেস্ট মুভি, বেস্ট ডিরেক্টর, বেস্ট স্কৃন প্লে ও বেস্ট এডিটিংয়ের জন্য পুরস্কারপ্রাপ্ত মুভি দি ডিপার্টেড প্রদর্শিত হবে। মুভি শোর শেষদিন ২৮ এপৃল সকাল ১১টায় বেস্ট কোঅ্যাকট্রেস ও বেস্ট সাউন্ড মিক্সিং বিজয়ী ডৃম গার্লস এবং বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য অস্কার পুরস্কৃত প্যানস ল্যাবেরিন্থ মুভি দুটি দর্শকরা উপভোগ করতে পারবেন। প্রতিটি শোর আগেই অনুষ্ঠানস্থল থেকে টিকেট সংগ্রহ করা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।