আমাদের কথা খুঁজে নিন

   

নতুন খেলা গেসবল -১: মাতলামো

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

একটা নতুন খেলা চালু করতে যাচ্ছি ব্লগে, নাম দিলাম 'গেসবল'। মানুষের 'গেস' করার ক্ষমতা অসীম, সত্যি কথা বলতে এই 'গেস'করার ক্ষমতা আছে বলেই মানুষ সভ্যতাকে এতদূর নিয়ে আসতে পেরেছে। এই সিরিজের প্রত্যেক পর্বে একটা করে উদ্ভট প্রশ্ন দেয়া হবে। বইপত্র না ঘেঁটে শুধু চিন্তা করে করে উত্তর বের করা যায় এমন প্রশ্নই করা হবে। সবাই মিলে গেস করে করে উত্তরটা বের করবেন।

মাঝে মাঝে হিন্টস দেয়া হবে। যারা আগে থেকেই উত্তরটা জানবেন তারাও হিন্টস দিয়ে দিয়ে হেল্প করতে পারেন, আনন্দটা বাড়াতে পারেন। কৃতজ্ঞতা জানিয়ে রাখছি আগেভাগেই। (১ম টা জমলে সিরিজ করার ইচ্ছা আছে, কাজেই জমায়া দেন, প্লীজ। ) =========================== প্রথম গেসবল =========================== মদ খেয়ে যতই মাতাল হোক না কেন, একজন মাতাল ঠিকই রাস্তা চিনে বাসা পর্যন্ত চলে আসে।

এমনকি রিক্সাওয়ালাকে গাইড করেও নিয়ে আসতে পারে। কিন্তু পরদিন সকালে উঠে সব ভুলে যায়। কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.