আমাদের কথা খুঁজে নিন

   

আমার কাহিনি

আস্তে আস্তে সবই হবে

প্রথম যখন বউ হয়ে এলাম খুব চটেছিলাম মনে মনে। এরকম একটা দেবরহীন ফ্যামিলিতে কেউ বিয়ে করে? আব্বুটাও যেন কি! পুলিশের সাথে ঝুলিয়ে দিলো। তার আবার ইয়াব্বড় ভুড়ি। বাপ-মা একমাত্র ছেলেকে কি করে পুলিশ বানায় মাথায়ই আসে না। খুব কেঁদেছিলাম বিয়ের দিন।

এর চেয়ে মোখলেসই ভালো ছিল। সেদিন পালিয়ে গেলেই পারতাম ওর সাথে। যাক সে কথা। বদলি হয়ে এলাম কোন এক গ্রামে। গ্রাম ঠিক না মফ:স্বল বলা যায়।

প্রথম সপ্তাহেই মনে হলো যে করেই হোক এই কালান্তক কোয়ার্টার থেকে পালাতে হবে। রাত দশটা পর্যন্ত বাড়ি খাঁ খাঁ করে। বাইরে গোটা ৪-৫ সেন্ট্রি শুধু। মনে হচ্ছিল হয় পালাই নয় মরি। (চলবে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।