কিসের যেন জটলা, চিৎকার চেচামেচি
আরো কিছু ছেলে, আদিম উল্লাসে মেতে ,যাচ্ছে নাচি নাচি।
অত্যুৎসাহি আমি নই । তবু কিসের যেন তাড়না
মনে হয় ,যদি পেয়ে যাই কবিতার সূত্র একখানা ।
লোকমুখে যা শুনি তার এই বিবরণ
রুটি চুরি করে ,ধরা পরে গিয়ে,তাই চলছে নির্যাতন !
ভীড় সরিয়ে, বহু ঠেলাঠেলি করে ,পৌছি কেন্দ্রস্হলে
রক্তাক্ত দেহে ,মাঝবয়সি এক ছেলে ,পড়ে আছে মারের কবলে।
পা হতে মাথা,বাদ দেয়নি কোথা!পড়েনি কারো হাত
নরপশুগুলো ক্ষান্ত না হয়ে ,যেন করবেই নিপাত।
আরো কিছু লোক ,নির্বাক দর্শক,দাঁড়ায়ে দেখছে তামাশা
মিটছে না আঁশ ,যেন তা দেখার অনেকদিনের আশা ।
কী আদিম উন্মত্ততা !পশুযুগে ফিরে গেছি আবার
অপরকে মেরে, মনের সুখ মিটাতে ইচ্ছে সবার
শুধু তাই নয়,অন্যকে উৎসাহী করে বলে-পেয়েছি অবলা
আমি দিয়ে এসেছি, এবার তোমার পালা।
এরাই আবার স্বাভাবিক হয়ে,ফিরে যাবে কাজে
মানুষকে মেরে অনুতাপ খানিক জাগবেনা হৃদয় মাঝে।
যে হাত দিয়ে মেরেছে,সেই পাপী হাত দিয়ে
সন্তানকে করবে আদর বাসায় গিয়ে
পাশবিকতার জীবাণু তার হস্ত ছোঁয়ায়
সংক্রমিত হবে তা বংশ পরম্পরায়।
ওহে প্রভু, অনুতাপ অনল ঢেলে দাও তার বুকে
সেই অনলেই পুড়ে নিশ্চিন্হ হয় যেন ধরা থেকে।
না হয় আমার হাতে দাও কিছু ক্ষমতা
তারি সাথে দান করো পৈশাচিকতা
তাদের কুকর্মের প্রতিফল, পিশাচকাহিনী
তার চেয়েও কঠোর হবো,নেই ক্ষমার বাণী।
তানিম যুবায়ের, ঈশ্বর সমীপে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।