আমাদের কথা খুঁজে নিন

   

বানর কাহিনি ...



গ্রামের ভিতর আগমন ঘটলো অচেনা এক লোকের। এসেই সে ঘোষনা করলো আপনাদের এখানের জঙ্গলে অনেক বানর পাওয়া যায়। আমি এগুলো কিনতে চাই। প্রতিটি ১০ টাকা। ঘোষনাটি শুনেই গ্রামবাসী ছুটে গেলো জঙ্গলে।

জঙ্গলে গিয়ে বানর ধরতে শুরু করে দিলো। হাজার খানেক বানর লোকটি কিনলো। তারপর জঙ্গলে বানরের সংখ্যা কমে যেতে লাগলো। ফলে লোকজন বানর ধরা বন্ধ করে দিলো। তখন লোকটি বানরের রেট বাড়িয়ে ২০ টাকা করলো।

এতে লোকজন উজ্জিবিত হয়ে উঠলো এবং পুনরায় বানর ধরা শুরু করলো। অচিরেই বানরের সংখ্যা শেষ পর্যায়ে চলে এলো। লোকজনও উৎসাহ হারিয়ে অন্য কাজে মনযোগ দিলো। এবারে বানরের রেট আরো বাড়ানো হলো। বানর প্রতি ২৫ টাকা।

কিন্তু বানর কোথায়? অনেক খোজেঁও একটি বানর চোখে পড়ে না। সেই একটিকেও ধরার জন্য মানুষ হন্যে হয়ে খোঁজতে লাগলো। অবশেষে ঐ লোক ঘোষনা করলো প্রতিটি বানরের জন্য সে ৫০ টাকা করে দিবে, যদিও ব্যবসার কাজে এখন সে দূর শহরে যাচ্ছে। বানর কেনার কাজ বন্ধ হবে না। তার অনুপস্থিতে তার সহযোগী ৫০ টাকা করে বানর কিনবে।

লোকটির অনুপস্থিতিতে কয়েকটি বড় খাঁচার কাছে গ্রামবাসীদের নিয়ে গেলো তার সহযোগী। বললো খাঁচার বানরগুলো ঐ লোকটি সংগ্রহ করেছে। এখন আমি ঐগুলো বিক্রি করে দিতে চই। প্রতিটি ৩৫ টাকা। লোকটি ফিরে এলে তোমরা সেগুলো ৫০ টাকা করে তার কাছে বিক্রি করতে পারো।

একথা শুনে লোকজনের মধ্যে হুড়োহুড়ি লেগে গেলো। তাদের যা কিছু সঞ্চয় ছিলো, সব নিয়ে হাজির হলো এবং দ্রুত সবগুলো বানর তারা কিনে ফেললো। এর পর থেকে আর কোনদিন তারা ঐ লোকটির দেখা পেলো না। তার সহকারীরও দেখা পেলো না। চারিদিকে কেবল বানর দেখতে পেলো।

সর্বস্ব হারিয়ে অত্যন্ত বেদনার সাথে আরেক ধরনের ষ্টক মার্কেটের সাথে পরিচয় ঘটলো গ্রামবাসির! (ই-মেইলে প্রাপ্ত, ইংরেজী থেকে অনুবাদকৃত)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।